• " />

     

    'ম্যারাডোনার ব্যক্তিত্ব মেসির নেই'

    'ম্যারাডোনার ব্যক্তিত্ব মেসির নেই'    

    মেসি-ম্যারাডোনার তুলনা এ পর্যন্ত কম হয় নি। আর্জেন্টিনার দুই প্রজন্মের দুই কিংবদন্তীর মধ্যে তুলনা চলে কিনা, চললে কে সেরা হবেন- এমন বিতর্ক পুরোনোই হয়ে গেছে। নতুন করে সে আলোচনায় যোগ দিয়ে আরেক কিংবদন্তী ইতালীয় কোচ আরিগো সাচ্চি বলছেন, মেসির চেয়ে ম্যারাডোনাকেই তিনি এগিয়ে রাখবেন।

     

     

    জাতীয় দলের হয়ে একটি শিরোপা বাদ দিলে পেশাদার ফুটবল ক্যারিয়ারে মেসির অপ্রাপ্তি নেই বললেই চলে। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে জিতেছেন সম্ভব সবকিছুই, পাঁচবার জিতেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি অর। তবে সাচ্চি মনে করেন দুটো ভিন্ন দেশের লিগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিজেকে এক ধাপ এগিয়েই নিয়েছেন ম্যারাডোনা, “মেসি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু ম্যারাডোনার মতো ব্যক্তিত্ব তাঁর নেই। ম্যারাডোনা যে কোনো জায়গাতেই খেলতে পারতো। স্পেন আর ইতালি দু’ দেশের লিগেই সে ব্যবধানটা গড়ে দিতে পেরেছিল।”

     

    এসি মিলানের স্বর্ণযুগের এই কোচ বলছেন ম্যারাডোনার প্রতিপক্ষ হওয়ার চেয়ে দুর্বিষহ অভিজ্ঞতা তাঁর জীবনে খুব বেশী ছিল না, “তাঁর মতো আর একজনও আমি কখনও দেখি নি। স্রেফ শূন্য থেকে কিছু একটা করে বের ফেলার অদ্ভুত এক ক্ষমতা ছিল তাঁর।”

     

    তবে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারার দায় মেসির একার কাঁধে চাপাচ্ছেন না সাচ্চি, “এই দলটার (আর্জেন্টিনা) যথেষ্ট প্রতিভা আছে। কিন্তু মেসির একার পক্ষে তো আর সেটা বের করে আনা সম্ভব না। আর্জেন্টিনার মূল গলদটা আসলে তাঁদের খেলার ধরণে। একটা পরিষ্কার কৌশল দরকার দলটার। স্রেফ একজন খেলোয়াড়ের ওপর আপনি কখনই নির্ভর করে থাকতে পারেন না।”

     

    তবে সাচ্চির এই ধারণার সাথে একমত না-ও হতে পারেন ম্যারাডোনা। মেসির ব্যক্তিত্ব নিয়ে ক'দিন আগে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং তিনিই। আর সেখানে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন 'নেতা' মেসির অযোগ্যতাকেই।