• " />

     

    অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তাসকিন, সানি

    অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তাসকিন, সানি    

    গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েই বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। অবশেষে নিজেদের অ্যাকশন শুধরে আজ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সকাল ১০টায় আজ বোলিং পরীক্ষা দিয়েছেন তাসকিন আহমেদ; সানির পরীক্ষা দুপুর ২টায়। 


    আরো পড়ুনঃ তাসকিনের নিষেধাজ্ঞা এবং কিছু সওয়াল-জবাব


    গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তাসকিন ও সানি। আজ ৮ সেপ্টেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিচ্ছেন তারা। যদিও আগেরবার তাঁরা পরীক্ষা দিয়েছিলেন ভারতের চেন্নাইয়ে। ব্রিসবেনে এই দুই ক্রিকেটারের সাথে রয়েছেন স্বয়ং জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

     

     


    ১২ মার্চ চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর আরাফাত সানির বেশির ভাগ ডেলিভারিতেই কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে এবং তাসকিনের কিছু কিছু ডেলিভারিতে (বিশেষ করে বাউন্সারে) সমস্যা আছে বলে জানায় আইসিসি। প্রায় পাঁচ মাস বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার পর দু’জনই আশাবাদী, খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তাঁরা।

    আইসিসি’র নিয়মানুযায়ী, তাসকিন-সানির অ্যাকশন পরীক্ষার ফলাফল জানা যাবে পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে। আজ বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ হলেও আগামী ১১ সেপ্টেম্বর (রোববার) দেশে ফেরার কথা রয়েছে তাঁদের। 


    সম্পর্কিতঃ ক্রিকেটের 'চাকিং-রহস্য'