সানির পর নিষিদ্ধ তাসকিনও
দুপুরেই জানা গিয়েছিল, আরাফাত সানির বোলিং অ্যাকশন নিষিদ্ধ। এবার জানা গেল তাসকিন আহমেদেরও বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে আইসিসি। আইসিসি একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আরাফাত সানির বেশির ভাগ ডেলিভারির ক্ষেত্রেই কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে। আর তাসকিনের ক্ষেত্রে কিছু কিছু ডেলিভারিতে "সমস্যা" আছে বলে জানিয়েছে আইসিসি।
আইসিসির বিধি অনুযায়ী, অ্যাকশন ঠিক না করা পর্যন্ত তাঁরা দু'জন এই বিশ্বকাপে বল করতে পারবেন না। বাংলাদেশ দলকে এখন দুজনের বিকল্প খুঁজতে হবে। জানা গেছে, আরাফাত সানির বিকল্প হিসেবে ভারতে যেতে পারেন সাকলাইন সজীব। তবে তাসকিনের বদলে কে যাচ্ছেন, সেটা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, শুভাগত হোমকে নেওয়া হতে পারে।
হল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন দুজন। ১২ মার্চ চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি। তিন দিন পর তাসকিনও পরীক্ষা দেন।
সম্পর্কিতঃ ক্রিকেটের 'চাকিং-রহস্য'