• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাংলাদেশে আসছেন না মরগ্যান-হেলস

    বাংলাদেশে আসছেন না মরগ্যান-হেলস    

    কথাটা ভেসে বেড়াচ্ছিল কয়েকদিন ধরেই। জুলাইয়ে গুলশান হামলার পর নিরাপত্তাজনিত কারণে শুরু থেকেই বাংলাদেশ সফরে আসতে চাচ্ছিলেন না ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যান। আজ রোববার ইসিবি'র তরফ থেকে নিশ্চিত করা হল মরগ্যানের দলে না থাকাটা। সাথে আছেন ওপেনার অ্যালেক্স হেলস-ও। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রতিনিধি দল আশ্বস্ত করার পরও সরে দাঁড়িয়েছেন এই দুইজন। মরগ্যানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব বর্তাচ্ছে জস বাটলারের উপরে।

    মরগ্যান-হেলসের এই সিদ্ধান্তে কিছুটা মর্মাহতই হয়েছেন ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ''যদিও আমরা এই দুইজনের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি, তাও নিরাপত্তার ব্যাপারে সবকিছু খোলামেলাভাবে বুঝিয়ে বলার পরও তাঁদের সরে দাঁড়ানোয় আমরা আশাহত। ভেবেছিলাম, বাংলাদেশে দুই অধিনায়কসহ পূর্ণশক্তির দল পাঠাতে পারব। বিদেশ সফরে গেলে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটিই ইসিবির কাছে অগ্রাধিকার পায়। পাঁচ সপ্তাহের এই সফরেও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে সবকিছু।'' 

    বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার পর সফরে আসতে চান নি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালেস্টার কুকও। মূলত ব্যক্তিগত কারনেই সফর থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছিলেন তিনি। তবে পরবর্তীতে দলের কঠিন সময়টায় সতীর্থদের পাশে থাকার সিদ্ধান্ত নেন কুক। অ্যালেস্টার কুকের মত সীমিত ওভারের অধিনায়কও মত বদলাবেন বলে আশা করেছিল সবাই। তবে ইসিবি থেকে বাংলাদেশ সফরকে ‘শতভাগ’ নিরাপদ বলা হলেও তাতে মন গলেনি মরগ্যানের। বাংলাদেশ সফর থেকে মরগ্যান ও হেলসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে হতাশ হয়েছেন সাবেক অনেক ক্রিকেটার, কেউ কেউ আবার সমালোচনাও করছেন তাঁদের।

    মরগ্যানের বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্তকে বিশাল বড় ‘ভুল’ মনে করছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন, “মরগ্যান বড় ভুল করেছে। খেলোয়াড়রা হয়ত প্রেস কনফারেন্সে তাঁর সমর্থন করবে। কিন্তু, তাঁদের সামান্য হলেও মনে হবে যে দলের কঠিন সময়টায় সে পাশে ছিল না। অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের শক্ত হওয়া কিংবা সামর্থ্যের সর্বোচ্চটা দেয়ার কথা বলা যায়। আমার মনে হয় না ভবিষ্যতে সে তাঁদের চোখের দিকে তাকিয়ে এমনটা বলতে পারবে।” তাছাড়া ওপেনার অ্যালেক্স হেলসের সিদ্ধান্ত সম্পর্কে ভনের মত, “সে তাঁর টেস্ট ক্যারিয়ারকেই বিদায় জানিয়ে দিয়েছে।”

    মাইকেল ভনের সুরে সুর মিলিয়ে আরেক সাবেক ক্রিকেটার নাসের হুসেইনও জানালেন, “মরগ্যানের বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত তাঁর কর্তৃত্বকে দুর্বল করে দিবে। যখন খেলোয়াড়রা সারাদিন ট্যাঙ্ক আর স্নাইপার দিয়ে ঘিরে থাকবে কিংবা হোটেলের রুমে বদ্ধ অবস্থায় পড়ে থাকবে, তখন তাঁর নেতৃত্ব নিয়ে তাঁদের মনে প্রশ্ন জাগবে। এটা আসলেই লজ্জাজনক। তবে আসল কথা হলো, যখন দল যেতে রাজি, ইসিবিও নিরাপদ মনে করছে, তখন অধিনায়কেরও সেখানে থাকা উচিত।”

    নিজেদের সিদ্ধান্তের জন্য মরগ্যান ও হেলস নাসের হুসেইন ও মাইকেল ভনদের কাছে সমালোচিত হলেও আরেক সাবেক স্যার ইয়ান বোথামের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাচ্ছেন, “অধিনায়ক যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তখন সেটাই মানতে হবে। খেলোয়াড়দের যেহেতু সফরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হয়েছে তাই এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়া যাবে না।”

    উপমহাদেশে দুইবার খেলতে আসার সময় ভীতিকর অভিজ্ঞতার কারণেই মরগ্যানের এই কুণ্ঠা। ২০১০ সালে আইপিএল খেলার সময় স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণ আর তিন বছর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলতে এসে রাজনৈতিক সহিংসতা মরগ্যানের মনে রেখাপাত করে আছে। অন্যদিকে হেলসের টেস্ট ক্যারিয়ার কিছুটা হুমকির মুখে পড়ে যেতে পারে এই সিদ্ধান্তে। ওয়ানডেতে আলো ছড়ালেও পাকিস্তানের সাথে গত টেস্ট সিরিজে খুব ভাল পারফরম্যান্স ছিল না হেলসের (সর্বোচ্চ ৫৪); ক্যারিয়ারের ১১ টেস্টে এখনও শতকের মুখ দেখেননি এই ওপেনার। বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করায় ভারতের সাথে আসন্ন টেস্ট সিরিজের দলেও হয়ত বিবেচিত হবেন না হেলস। তার বদলে ল্যাঙ্কারশায়ারের ১৯ বছর বয়সী ওপেনার হাসিব হামিদ আসতে পারেন দলে। 

    শুক্রবার ঘোষণা করা হবে বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত দল। আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে আর দুইটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।