ফ্যাব্রেগাসের গোলে চেলসির জয়
দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল চেলসি। অতিরিক্ত সময়ে সেস ফ্যাব্রিগাসের জোড়া গোলে লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেল আন্তোনিয় কন্তের দল। তৃতীয় রাউন্ডের এই ম্যাচে লেস্টারকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
যদিও ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল লেস্টারই। ১৭ মিনিটে প্রথম গোলটি করেন শিনজি ওকাজাকি। এরপর ৩৪ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন সেই ওকাজাকিই। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি লেস্টার, প্রথমার্ধের একবারে শেষ মুহূর্তে ব্যবধান কমান চেলসির গ্যারি কাহিল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ব্লুজরা। ৪৯ মিনিটে সমতাসূচক গোলটি আসে সিজার আজপেলিকুয়েতার পা থেকে। দারুণ এক ভলিতে চেলসিকে ম্যাচে ফেরান এই স্প্যানিশ ডিফেন্ডার। এরপর গোল করার কয়েকটি সুযোগ আসলেও দুই দলের কেউই সেটা কাজে লাগাতে পারেনি। ৮৯ মিনিটে ডিয়েগো কস্তাকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সিন ভাসিলেভস্কি। নির্ধারিত সময়ের খেলা ২-২ এ শেষ হয়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতেই দলকে এগিয়ে দেন ফ্যাব্রিগাস। ৯২ মিনিটে নিজের প্রথম করার ২ মিনিট পর আবারো বল জালে পাঠান তিনি। ম্যাচে আর কোন গোল না হওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠে ছাড়ে কন্তের দল।
অন্য ম্যাচে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে, নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।