• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাবা হয়ে ফিরছেন কুক

    বাবা হয়ে ফিরছেন কুক    

    দ্বিতীয়বারের মতো মেয়ের বাবা হয়েছেন অ্যালিস্টার কুক। সদ্যোজাত কন্যার মুখ দেখেই চট্টগ্রামগামী বিমানে চেপে বসেছেন ইংল্যান্ড অধিনায়ক। ফলে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে না পারলেও প্রথম টেস্টে ঠিকই থাকছেন কুক।

    এলসি নামের ফুটফুটে একটা কন্যা আছে কুকের। জানা গেছে সুস্থ আছেন কুকের স্ত্রী অ্যালিস হান্ট ও নবজাতক কন্যা। ইংলিশ পেসার স্টিভেন ফিন মনে করছেন প্রস্তুতি ম্যাচ না খেললেও উপমহাদেশের কন্ডিশনে খেলতে কোনো সমস্যা হবে না অধিনায়কের, “উপমহাদেশে কুক প্রচুর ক্রিকেট খেলেছে। আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হয়ে যাবে দলে।”

    ব্যাট হাতে এশিয়ায় দারুণ উজ্জ্বল অ্যালিস্টার কুক। টেস্ট গড় ষাটের ওপরে। রয়েছে আটটি সেঞ্চুরিও। বাংলাদেশের বিপক্ষেও দারুণ উজ্জ্বল ইংল্যান্ড অধিনায়ক। ৪ টেস্টে ৬৬.৮৩ গড়ে করেছেন ৪০১ রান। সেঞ্চুরিও করেছেন দুটি। বাংলাদেশের মাটিতে আরো উজ্জ্বল ৩১ বছর বয়সী ওপেনার, ২ টেস্টে ১১৪ গড়ে ৩৪২ রান করেছেন তিনি।

    কুকের ফেরাটা তাই স্বস্তি হয়েই আসবে ইংল্যান্ডের জন্য।