• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    লেগিয়াকে নিয়ে রিয়ালের 'ভয়'

    লেগিয়াকে নিয়ে রিয়ালের 'ভয়'    

    মাঠের সাফল্যে অর্জনের খাতাটা এখনও বেশ হালকাই। তবে দলটির সমর্থকরা খবরের শিরোনাম হয়ে থাকছেন নিজেদের গুণে! তাঁদের বলা হচ্ছে ইউরোপের উগ্র সমর্থক গোষ্ঠীগুলোর অন্যতম। প্রমাণ খুঁজতে অবশ্য খুব বেশী দূরে যাওয়ার প্রয়োজন নেই। চলতি চ্যাম্পিয়নস লিগেই ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে ৬ গোল হজম করার পর গ্যালারিতে তুলকালাম চালায় দলটির সমর্থকরা। সেই লেগিয়া ওয়ারশ যখন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে বার্নাব্যুতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

     

     

    দ্য টেডি বয় নাইনটি ফাইভ আল্ট্রাস নামে লেগিয়া ওয়ারশের সমর্থক গোষ্ঠীটি ইতোমধ্যেই ইউরোপের মধ্যে অন্যতম সহিংস হিসেবে ‘সুখ্যাতি’ পেয়ে গেছে। খবরে প্রকাশ, গোষ্ঠীটির শ’ তিনেক সদস্য স্পেনের রাজধানীতে জড়ো হয়েছেন মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি দেখার জন্য। আর সে প্রেক্ষিতেই সম্ভাব্য সহিংসতা রোধে স্টেডিয়াম পাড়ায় মোতায়েন করা হচ্ছে দুই হাজার পুলিশ।

     

    স্পেনের সাম্প্রতিক কোনো আয়োজনে এতো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের নজির নেই। ফুটবল ম্যাচগুলোতে সেটা আরও কম, চার-পাচশ’র বেশী নয়। সম্প্রতি স্পেনের রাজার উপস্থিতিতে উদযাপিত এক রাষ্ট্রীয় উৎসবে মোতায়েন ছিলেন হাজার দেড়েক পুলিশ। সেখানে লেগিয়ের শ’ তিনেক সমর্থককে সামলাতে নামানো হচ্ছে দুই হাজার পুলিশ! স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, পুলিশ ছাড়াও স্যান্টিয়াগো বার্নাব্যু এলাকায় অবস্থান নেবেন বিশেষ বাহিনীর সদস্যরা।

     

     

     

    এদিকে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে সমর্থকদের তুলকালামের জেরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘হোম’ ম্যাচটি দর্শকবিহীন মাঠে খেলতে হবে লেগিয়াকে।

     

    প্রসঙ্গত, ২০১১ সালে নেদারল্যান্ডের এইন্ডহোভেনে লেগিয়ার বিপক্ষে ম্যাচের সময় শহরজুড়ে জরুরী অবস্থা জারি করেছিলেন সেখানকার মেয়র।