বাংলাদেশের ২২ রানের স্বপ্নভঙ্গ
নতুন সকালের অপেক্ষায় ছিল বাংলাদেশ। বিনিদ্র একটা রাতের শেষে বাংলাদেশ আর জয়ের মধ্যে ব্যবধান ছিল ৩৩ রান। কিন্তু শেষ পর্যন্ত কাছে গিয়েও আর পারল না, ২২ রানে ম্যাচটা হেরে গেল। গল্পটা হয়ে রইল এত কাছে তবু এত দূরের।
আজ সকালে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৩৩ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বির ও তাইজুল শুরুটা ভালোই করেছিলেন। প্রথম দুই ওভারেই দুইজন তুলে ফেলেছিলেন ৮ রান। তাইজুলের গ্লাভস ছুঁয়ে বল বাউন্ডারিতে চলে যাওয়ায় মনে হচ্ছিল, ভাগ্য বাংলাদেশের পক্ষেই আছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর থাকল না।
দিনের চতুর্থ ওভারের প্রথম বলেই সর্বনাশ করেছেন স্টোকস। শাফল করতে গিয়ে বলটা ব্যাটে লাগাতে পারেননি তাইজুল। আম্পায়ার ধর্মসেনা প্রথমে আউট দেননি। কুক একটু দ্বিধা নিয়েই নিয়েছিলেন রিভিউ। কিন্তু সেটাই তাঁর মুখে হাসি ফুটিয়েছে। বলটা লেগ স্টাম্পে লাগায় এই টেস্টে আরও একবার নিজের সিদ্ধান্ত বদলাতে হয়েছে ধর্মসেনাকে।
এক বল পরে আবার আঘাত হানলেন স্টোকস। বলটা ছেড়েই দিতে চেয়েছিলেন শফিউল, কিন্তু শেষ মুহূর্তে খেলতে গিয়ে সেটা লাগে ব্যাটে। অফ স্টাম্পের বাইরে পিচ করলেও ধর্মসেনা আঙুল তুলে দেন। রিপ্লেতে দেখা গেছে, বলটা লেগেছে স্টাম্পে। শট খেলার চেষ্টা না করায় শেষ পর্যন্ত তাই আউটই হয়ে গেছেন শফিউল। শেষ পর্যন্ত ২২ রানের মহাকাব্যিক এক জয় পেয়েছে ইংল্যান্ড।
আরো পড়ুনঃ
তাইজুল-শফিউলের আউট এবং এলবিডব্লুর সাতকাহন