• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    স্মিথ, রুট, উইলিয়ামসনের পাশে কোহলি

    স্মিথ, রুট, উইলিয়ামসনের পাশে কোহলি    

    চারজনের ক্যারিয়ারের শুরুটা প্রায় কাছাকাছি সময়ে। এই সময়ের ফ্যান্টাস্টিক ফোর তকমাটাও এঁটে গেছে তাঁদের নামের পাশে। স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট ও বিরাট কোহলি তো এই সময়ের সেরা চারজনেই থাকবেন। তবে এই প্রথমবার মধ্যে একটা জায়গায় ব্র্যাকেটবন্দি হতে যাচ্ছেন চারজন, আইসিসির টেস্ট ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে এই এক থেকে চারে আছেন এই চতুষ্টয়।

    তিনজন আগে থেকেই সেরা তিনে ছিলেন, তাঁদের সঙ্গে এবার যোগ দিয়েছেন কোহলি। ভারতের অধিনায়ক ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে সবার ওপরে, ওয়ানডেতেও এক নম্বর জায়গাটি তাঁরই ছিল, কিন্তু টেস্টে কখনোই সেরা দশে ঢুকতে পারেননি। তবে বিশাখাপত্তনমে দুই ইনিংসে ১৬৭ ও ৮১ রান তাঁকে নিয়ে এসেছে সেরা চারে। প্রথমবারের মতো টেস্টে ৮০০ রেটিং পয়েন্টও পার করতে পেরেছেন। ৮৯৭ রেটিং নিয়ে সবার ওপরে আছেন স্মিথ, ৮৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন জো রুট। ৮৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছেন কেন উইলিয়ামসন। আরেকটা জায়গায় অবশ্য এই তিনজনের চেয়ে রুট ব্যতিক্রম। বাকি তিন জন দেশের হয়ে টেস্টের নিয়মিত অধিনায়ক হলেও রুটের এখনো পাকাপাকিভাবে সেটি পাওয়া হয়নি।

    বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের অবশ্য তেমন পরিবর্তন হয়নি। ৬৬৮ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে আছেন তামিম ইকবাল, মুমিনুল হক আছেন ২৫ নম্বরে। আর বোলারদের মধ্যে ১৫ নম্বরে আছে সাকিব আল হাসান। তবে সেরা অলরাউন্ডারের তালিকায় এখনো দুইয়ে আছেন সাকিব, সবার ওপরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনই। সেরা বোলারের এক নম্বর স্থানটাও ধরে রেখেছেন ভারতের এই অফ স্পিনার।