• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    কোহলিও বল টেম্পারিং করেছিলেন?

    কোহলিও বল টেম্পারিং করেছিলেন?    

    হোবার্ট টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে ম্যাচ ফির পুরোটাই জরিমানা দিতে হয়েছে দক্ষিন আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিকে। এবার একই রকম কাণ্ড করতে দেখা গেছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের এক ভিডিও ফুটেজে দেখা গেছে বলে লালা মাখাচ্ছেন ভারত অধিনায়ক। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ডু প্লেসির মতোই তাঁর মুখেও ছিল ক্যান্ডি।

     



    রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছিল ভারত। এরপর বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে ২৪৬ রানে। এতদিন পর এসে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজকোট টেস্ট। কারণ আর কিছুই না, বল টেম্পারিং। সে টেস্টের এক ভিডিও ফুটেজে দেখা গেছে বলে লালা মাখানোর সময় কোহলির মুখে ছিল ক্যান্ডি। যা এমসিসির ক্রিকেট আইনের ৪২.৩ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ডু প্লেসির ঘটনাটির মতোই এটিও নজর এড়িয়ে গিয়েছিল মাঠের দুই আম্পায়ার ও ম্যাচ রেফারির। কিন্তু ডু প্লেসির জরিমানা হওয়ার পর দাবি উঠেছে ঘটনাটি সংবাদমাধ্যমের নজর কেড়েছে। অবশ্য আইসিসি এখনো এখনো কোহলির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি।