• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    রংপুরের ডসন আবার ইংল্যান্ডে

    রংপুরের ডসন আবার ইংল্যান্ডে    

    কিছুদিন আগে একসাথে তিনজন নবাগতকে দলে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার ভারত সফরের মাঝপথে নতুন দুজন ক্রিকেটার ডাক পেয়েছে ইংল্যান্ড দলে। এদের মাঝে একজন হচ্ছেন বিপিএল টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলা লিয়াম ডসন। জাফর আনসারির জায়গায় নেয়া হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।

     

    ২৬ বছর বয়সি ডসন রংপুরের হয়ে ৮ ম্যাচে করেছেন ৯৩ রান, নিয়েছেন ৫ উইকেট। আগের মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া লিগে করেছিলেন ৪২ রান, নিয়েছিলেন ২০ উইকেট। পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও সেবার ডাক পেয়েছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে, খেলেছেন একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিজের অভিষেক ওয়ানডেতে করেছিলেন ১০ রান, নিয়েছিলেন ২ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

     
     

    বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে মাংসপেশিতে টান পেয়েছিলেন জাফর আনসারি। মোহালি টেস্টে তাই দলে দেখা যায়নি তাঁকে। তাঁর জায়গাতেই ডসনকে নেয়া হয়েছে। এদিকে ইনজুরিতে পড়া আরেক ইংলিশ ক্রিকেটার হাসিব হামিদের জায়গায় দলে এসেছেন কিটন জেনিংস। বা হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলায় অস্ত্রোপচারের জন্য দেশে ফিরতে হচ্ছে এই তরুণকে।