বড়দের ক্রিকেটেও আলো ছড়িয়ে যাচ্ছেন সাইফ
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন)
ঢাকা ৯০ ওভারে ৩০০/৩ (সাইফ ১৩১*, তাইবুর ৭০*; তৌহিদ ২/৪৫)
খুলনা ২০৭ অলআউট (আনামুল ৬২, মিথুন ৩৬; ডলার ৫/৫৩) মেট্রো ১১ ওভারে ৩৭/৩ (শামসুর ১৪*, আসিফ ১২; জিয়াউর ১/৩)
রাজশাহী ১৯১ অলআউট (ফরহাদ ৫৯, মিশুক ৩২; সাদ্দাম ৫/৫৭) রংপুর ২৬.৩ ওভারে ৮৯/৪ (লিটন ৪১*, নাইম ২৬; ফরহাদ রেজা ২/৩২)
সিলেট ৯১ ওভারে ৩০৯/৪ (ইমতিয়াজ ১৩৪, রাজিন ৫৮; নাইম ২/১০৮)
গত ম্যাচেই পেয়েছেন প্রথম শ্রেণী ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ফর্মটা ধরে রেখেছেন এ ম্যাচেও। ১৫ চার ১ ছয়ে ক্যারিয়ার সেরা ১৩১ রানে অপরাজিত আছেন তিনি। তাইবুরের সাথে বড় জুটিতে দিনজুড়ে বোলারদের শাসন করেছেন দুজন। ৭০ রানে অপরাজিত থাকা তাইবুর নিজের পঞ্চম সেঞ্চুরিটা পেয়েও যেতে পারেন আগামীদিন।
সেঞ্চুরি পেয়েছেন ইমতিয়াজ হোসেনও। তার ১৩৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে বড় স্কোর গড়েছে সিলেট। অলক কাপালিও পেয়েছেন ফিফটি। জাতীয় দলের আরেক খেলোয়াড় আনামুল করেছেন ৬২।
ডলার মাহমুদের দিনে দাঁড়াতেই পারেনি শীর্ষস্থানে থাকা খুলনা। ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন একসময়ে জাতীয় দলে খেলা এই বোলার। চমক দেখিয়েছেন রংপুরের তরুণ পেসার মোহাম্মদ সাদ্দাম; ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই পেয়েছেন ৫ উইকেটের দেখা।