• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    আর অধিনায়ক থাকছেন না ধোনি

    আর অধিনায়ক থাকছেন না ধোনি    

    সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের অধিনায়ক হয়েছিলেন। পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর এক ফাইনালে হারিয়ে ভারতকে এনে দিয়েছিলেন শিরোপা। এর পর ওয়ানডে, টেস্টেরও অধিনায়ক হয়েছেন, একটা সময় টেস্টের অধিনায়কত্বও ছেড়েছেন। তবে ওয়ানডে-টি টোয়েন্টিতে ভারতের অধিনায়কত্বটা তাঁর কাছেই ছিল। অবশেষে সেটিও ছেড়ে দিলেন, সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়ক থাকছেন না ধোনি। তবে খেলোয়াড় হিসেবে ওয়ানডে-টি টোয়েন্টি থেকে এখনো অবসরের ঘোষণা দেননি।

    বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন ধোনি। টেস্টে সেটি ছেড়েছিলেন বছরখানেক আগেই, এরপর বিরাট কোহলিই সাদা পোশাকে ভারতের হয়ে টস করেছেন। তবে সীমিত ওভারে ধোনিই ছিলেন অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে ভারতকে সব ধরনের সাফল্যও এনে দিয়েছেন। এবার তাঁর বিদায়ে আনুষ্ঠানিকভাবে ভারতের ক্রিকেটে একটা যুগের শেষও হয়ে গেল।