• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    সাব্বিরের ফিফটি, ইনিংস ঘোষণা বাংলাদেশের

    সাব্বিরের ফিফটি, ইনিংস ঘোষণা বাংলাদেশের    

    প্রথম ইনিংসে বেসিন রিজার্ভের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা হয়ে গেছে। হয়ে গেছে সাব্বির রহমানের ফিফটিও। মুশফিকুর রহিম যথেষ্ট মনে করলেন এ স্কোরকেই। ৮ উইকেটে ৫৯৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছেন তিনি।

    ৫৪২ রান, আর হাতে তিন উইকেট নিয়ে তৃতীয় দিনে ওয়েলিংটন টেস্টে নেমেছিল বাংলাদেশ। সাব্বির অপরাজিত ছিলেন ১০ রানে, নতুন ব্যাটসম্যান তাসকিন। অভিষিক্ত পেসার যোগ্য সঙ্গ দিয়েছেন সাব্বিরকে, এরপর কামরুলও করেছেন তাই। দুজনের সঙ্গে সাব্বিরের জুটি ২১ ও ২৪ রানের। সেখানে সাব্বিরের রান ৪৪।

    নিজের দ্বিতীয় টেস্ট ফিফটি করেছেন, অসাধারণ কিছু স্ট্রোকপ্লেতে। সব মিলিয়ে ঘন্টাখানেক ব্যাটিং করেছে বাংলাদেশ। মুশফিক গতকাল শেষে চাইছিলেন আরও ৫০টির মতো রান, পেয়েছেন ৫৩। এবার পালা তাঁর বোলারদের, ব্যাটসম্যানদের রেকর্ড স্কোরকে কাজে লাগানোর।

    ফিল্ডিংয়ে মাঠে নামেননি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল, উইকেটকিপিং করছেন ইমরুল কায়েস।