• " />

     

    দর্শকের জন্য এক দিন পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত টেস্ট

    দর্শকের জন্য এক দিন পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত টেস্ট    

    এই সিরিজ নিয়ে কম জলঘোলা হয়নি। তারিখ থেকে শুরু করে ভেন্যু, সবকিছু নিয়েই বিভিন্ন সময়ে অনেক ধরনের কথা শোনা গিয়েছে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি ভারত-বাংলাদেশ সিরিজের একমাত্র টেস্টটি আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছে। তবে পরের দিনই এই গুজব উড়িয়ে দেন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান জন মনোজ। এবার জানা গেল, নির্ধারিত সময়ের একদিন পর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টেস্ট।

     

    প্রাথমিকভাবে সফরসূচিতে বলা হয়েছিল, ৮ ফেব্রুয়ারিতেই শুরু হবে টেস্ট। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকের কথা ভেবেই একদিন পেছানো হয়েছে টেস্টের সময়, “বুধবারেই শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে আমরা ভেবেছি যদি বৃহস্পতিবার ম্যাচটি শুরু হয়, তাহলে অনেক বেশি দর্শক পাবো শেষের দিকে গিয়ে।”

     

    ২০০০ সালে টেস্ট অঙ্গনে পা দেওয়ার পর এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৪, ২০০৭, ২০১০ ও ২০১৫ সালে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত।