আঘাত পেয়ে হাসপাতালে মুশফিক
মাথায় বলের আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। হাসপাতালে নেয়া হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
আঙ্গুলের চোটে উইকেটকিপিং করতে পারেননি। দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমেছিলেন। টিকে ছিলেন অনেক্ষণ, দলের প্রয়োজনে। ৫৩ বলে ১৩ রানে ব্যাটিং করছিলেন। টিম সাউদির শর্ট বলটা মাথার পেছনের দিকে হেলমেটের ওপরে লাগে তখনোই। পড়ে যান মুশফিক। ছুটে আসেন ফিজিও, একটু পরই মাঠে ঢোকে অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মুশফিককে। সতীর্থর খোঁজ নিতে মাঠে আসেন তামিম ইকবাল। কিউই ক্রিকেটাররাও পাশেই ছিলেন।
মুশফিকের সংজ্ঞা ছিল। হাত পা নাড়িয়েছেন। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেয়ার আগে গোটা বেসিন রিজার্ভ হাততালি দিয়ে যেন জানান দেয়, সবার প্রার্থনা সঙ্গেই আছে বাংলাদেশ অধিনায়কের।
আপডেট : তামিম ইকবাল জানিয়েছেন, মুশফিক ভাল আছেন। সতর্কতার জন্য হাসপাতালে নেয়া হয়েছে, স্ক্যান করা হবে।