• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    রোমাঞ্চের অপেক্ষা ওয়েলিংটনে

    রোমাঞ্চের অপেক্ষা ওয়েলিংটনে    

    টেস্টের প্রথম ইনিংসে এতো রান করে হারেনি কোনো দল। ইতিহাসটাই শুধু পক্ষে বাংলাদেশের। ওয়েলিংটন টেস্টের শেষ সেশনে এ ইতিহাস ধরে রাখতে বাংলাদেশকে করতে হবে বিশেষ কিছুই।

    কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটিটা ভাঙ্গতে হবে সবার আগে। ৪৮ রানের জুটি হয়ে গেছে এরই মাঝে, চা-বিরতির আগেই তাসকিন আহমেদকে টান তিন চার মেরেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ইতিহাস গড়তে দরকার ১২৬ রান, হাতে ৮ উইকেট। বলের হিসেবে বাকী ৩৮ ওভার।

    শেষ দিনে বাংলাদেশের লড়াইটা ছিল চোটের সঙ্গে আর মনোবল ধরে রাখার। বাজে শটে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন কেউ, চোটকে হার মানিয়ে আবার মাঠে নেমেছেন কেউ। শেষ পর্যন্ত মুশফিককে ছাড়াই ইনিংস শেষ করতে হয়েছে, নিউজিল্যান্ডকে ২১৭ রানের লক্ষ্য দিয়ে যাতে বড় অবদান সাব্বির রহমানের ফিফটির।

    বোলিংয়ে শুরুতেই আঘাত হেনেছেন মেহেদী হাসান, ম্যাচে প্রথম উইকেট পেয়েছেন জিট রাভালকে ফিরতি ক্যাচে আউট করে। তাঁর ফ্লাইটে বোকা বনেছেন রাভাল। টম ল্যাথামকেও ফিরিয়েছেন তরুণ অফস্পিনার, কাট করবেন না ব্লক, এটা ভাবতে ভাবতেই ব্যাট দিয়ে স্ট্যাম্পে নিয়ে গেছেন বল!

    উইলিয়ামসন-টেলরের জুটি এরপরই। যা ভাঙ্গলে খুলে যাবে রোমাঞ্চের দুয়ার।

    ওয়েলিংটন টেস্ট তো পসরা বসিয়েছে রোমাঞ্চেরই!