• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড জয়

    উইলিয়ামসনের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড জয়    

    নাগালের বাইরে থাকা বলটা হঠাৎ করেই আটকে গেল মেহেদী হাসানের হাতে। জয় থেকে ১৫ রান বাকী থাকতে আউট রস টেলর। কিউইদের মাঝে তখনও অবশ্য রোমাঞ্চ অটুট, ওয়েলিংটনে যে হচ্ছে ইতিহাস! রানের পাহাড়ে চাপা পড়েও সে পাহাড় কাটা হলো, হঠাৎ করেই যেন বেরিয়ে পড়লো রাস্তা! প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৯৫ রানের পাহাড়ে চাপা পড়েও জিতলো নিউজিল্যান্ড, জয়ের পথটা তৈরি হলো তো সে পাহাড় কেটেই। নাগালের বাইরে থাকা জয়টা মুঠে পুরলো কেন উইলিয়ামসনের দল, মেহেদীর ঐ ক্যাচটার মতো করেই! 

     

    জ্যাক ব্ল্যাকহাম। সিডনি; ১৮৯৪। অ্যান্ড্রু ফ্লিনটফ। অ্যাডিলেড; ২০০৬। মুশফিকুর রহিম। ওয়েলিংটন; ২০১৭।

    তিনজন তিন সময়ে নিজ নিজ দেশের অধিনায়ক ছিলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ। ব্ল্যাকহাম মারা গেছেন প্রায় ৮৪ বছর আগে। আজ প্রায় ১২২ বছর ধরে একটা অনাকাংখিত রেকর্ডের অংশ ছিলেন ব্ল্যাকহাম। প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করেও হারা সেই অস্ট্রেলিয়া দলের যে অধিনায়ক ছিলেন তিনি!

    অ্যান্ড্রু ফ্লিনটফ অবসরে গেছেন আজ বছর সাতেক। তবে ২০০৬-০৭ সালের সেই অ্যাশেজটা মনে হয় ভুলেই থাকতে চান তিনি, আরও বেশি করে ভুলে থাকতে চান হয়তো অ্যাডিলেড টেস্টটা। প্রথম ইনিংসে ৫৫১ রান করে ইনিংস ঘোষণা করার ‘বিলাসিতা’ করেছিলেন, উলটো ম্যাচ হেরেছিল ইংল্যান্ড!

    ব্ল্যাকহাম বা ফ্লিনটফের যদি কোনো আক্ষেপ থাকে, মুশফিকুর রহিম তাঁদেরকে মুক্তি দিয়েছেন আজ। প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রানের স্কোর করার পরও হেরেছে বাংলাদেশ, যে ইনিংসটা দুই উইকেট বাকি থাকতে ঘোষণা করেছিলেন মুশফিক!


    অথচ চতুর্থ দিন পর্যন্ত এ টেস্ট ছিল বাংলাদেশের সীমানাতেই। গতকাল শেষ সেশনে ইমরুলের চোট, বা হঠাৎ উইকেট বিলিয়ে দিয়ে আসার পর থেকেই যুক্ত হয়েছিল শঙ্কার মেঘ। পঞ্চম দিন সকালে সে মেঘটাই জমাট বেঁধেছে বেশি, খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটিং। ইনিংস মেরামতের সুযোগ এসেছিল, চোটের আঘাত হতে দেয়নি, হতে দেয়নি নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মানসিকতাও!

    ৫৭ ওভারে ২১৭ রানের লক্ষ্য ছিল কিউইদের, শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে একটু আলোর আভাস দিয়েছিলেন মেহেদী। অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের ১৬৩ রানের জুটিতে সে আলো মিলিয়ে গেছে আবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ২০০ এর বেশি রান তাড়া করে নিউজিল্যান্ডের জেতার রেকর্ড ছিল ছয়বার, শেষটিও আট বছর আগে, বাংলাদেশের সঙ্গে। সে তালিকায় যুক্ত হলো ২০১৭ সালের ওয়েলিংটন টেস্টও।

     

    যে ম্যাচে নিজেদের বোলিংয়ের সময় অধিনায়কত্ব করতে পারেননি মুশফিক। যে ম্যাচে চোট নিয়ে দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নেমে আবার চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। অথচ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও আসতে হলো তাঁকেই। ক্রিকেট অনেক সময় নিষ্ঠুর হতে পারে।

    ব্ল্যাকহাম, ফ্লিনটফরা জানতেন।

    নতুন করে জানলেন মুশফিক।