বৃষ্টিতে পণ্ড ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই দিন কেটেছিল রোমাঞ্চভরাই। কিন্তু তৃতীয় দিনে বেরসিক বৃষ্টি এসে সেই রোমাঞ্চে জল ঢেলে দিল অনেকটাই। বৃষ্টিতে তৃতীয় দিনে একটা বলও তাই মাঠে গড়াতে পারেনি।
সকাল থেকেই ক্রাইস্টচার্চের আকাশ মুখ গোমড়া করে ছিল। পরে বৃষ্টি আর খেলাই শুরু হতে দেয়নি। দিনের খেলা শেষের কয়েক ঘন্টা আগেই তাই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংসে ২৯ রানে এগিয়ে ছিল, নিউজিল্যান্ডের হাতে ছিল ৩ উইকেট। চতুর্থ দিন সেখান থেকেই আবার শুরু হবে খেলা।
তবে আশার কথা, চতুর্থ দিন আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। সবকিছু ঠিক থাকলে খেলা শুরু হওয়ার আগে নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে।