• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বেনজেমার পর মিডফিল্ডারদের রাত

    বেনজেমার পর মিডফিল্ডারদের রাত    

    সকাল দেখে নাকি বোঝা যায় সারা দিন কেমন যাবে। তবে ফুটবলে তো সবসময় কথাটা খাটে না। বার্নাব্যুতে কাল প্রথম ৮ মিনিটেই তো রিয়াল সমর্থকেরা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মুখে হাসি নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন। পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয়ে নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের রাস্তা বেশ পরিষ্কার করে রেখেছে রিয়াল। 


    অথচ ম্যাচের শুরুটা কী দুর্দান্তই করেছি নাপোলি! রিয়ালকে চমকে দেওয়ার জন্য অনভিজ্ঞ কিন্তু প্রতিশ্রুতিশী দুই মিডফিল্ডারকে খেলিয়েছিলেন কোচ মরিজিও সারি। প্রথম কয়েক মিনিটে মনে হচ্ছিল, সেই ফাটকাটা কাজে লেগে যাবে। মধ্যমাঠ থেকে মারেক হামসিক একটা থ্রু বল বাড়িয়েছিলেন। লরেঞ্জো ইনসিনিয়ে সেটা ধরেই ৩৫ গজ দূর থেকে মেরে দেন। বার্নাব্যু দর্শকেরা অবিশ্বাসের সঙ্গে দেখল, কেইলর নাভাসকে হতভম্ব করে তাঁর পাশ দিয়ে বলটা ঢুকে যাচ্ছে জালে। গ্যালারিতে বসে ডিয়েগো ম্যারাডোনাও হয়তো এই গোল দেখে গর্ববোধ করেছেন। 


    তবে পুরো ম্যাচে নাপোলির সুখস্মৃতি বলতে ওই ওটুকুই। ১৭ মিনিটের মধ্যেই ম্যাচে ফিরেছে রিয়াল। একটা গোলের জন্য হাপিত্যেশ করে মরা করিম বেনজেমাই সমতা ফিরিয়েছেন। দানি কারভাহালের ক্রস থেকে দারুণ এক হেডে পাঁচ ম্যাচের গোল খরা কাটিয়েছেন বেনজেমা। গত ১২ জানুয়ারির পর রিয়ালের হয়ে আর গোল পাননি, এই ম্যাচে একাদশে রাখা নিয়েও হচ্ছিল সমালোচনা। জবাবটা বেনজেমা চ্যাম্পিয়নস লিগের ৫১তম গোলেই দিলেন, ছাড়িয়ে গেলেন থিয়েরে অঁরিকেও। তাঁর সামনে এখন শুধু চারজন। 


    প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধ ছিল তাঁদের মিডফিল্ডারদের দারুণ সব শটের প্রদর্শনী। শুরুটা করেছিলেন টনি ক্রুস, ৪৯ মিনিটে রোনালদো বক্সে ঢুকে পড়ার পর বলটা দিয়েছিলেন বক্সের মাথায়। ডান পায়ের ট্রেডমার্ক বাঁকানো শটে বলটা জালে জড়িয়ে দিয়েছেন ক্রুস। তবে ম্যাচের মাদ্রিদের সেরা মুহূর্ত এসেছে ৫৪ মিনিটে। একটা বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিলেন নাপোলি ডিফেন্ডাররা। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে বলটা জালে জড়িয়ে দেন কাসেমিরো। মিডফিল্ডারদের রাতে গোল পেতে পারতেন লুকা মদ্রিচও, কিন্তু তাঁর নেওয়া শট একটুর জন্য চলে যায় বারের ওপর দিয়ে। পরে আর মাদ্রিদেরও কোনো গোল পাওয়া হয়নি। তবে রোনালদো-ভারানে সহজ সুযোগ হাতছাড়া না করলে আর ভারানে পোস্টে না লাগালে রিয়ালের জয়টা আরও বড় হতে পারত।