• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'ভালো খেললেও ৩-০ ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া'

    'ভালো খেললেও ৩-০ ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া'    

    তাঁর স্পিনজাদুতেই বহুবার ঘায়েল হয়েছে অস্ট্রেলিয়া। হরভজন সিংয়ের উত্তরসূরিরাও বরাবরই নিজেদের স্পিন দিয়ে ঘরের মাটিতে নাকাল করেছে অজিদের। সামনেই শুরু হচ্ছে বহু আকাঙ্ক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। হরভজন মনে করেন, ভালো খেললেও ৩-০ ব্যবধানে হেরে যাবে স্মিথের দল!

     

    ২০০৪ সালের পর ভারতে একটা টেস্টও জেতেনি অজিরা। শেষবার ভারতে এসে ধবলধোলাই হয়েছিল ক্লার্কের দল। হরভজন বলছেন, এবার স্মিথরা ভালো খেললেও খুব একটা সুবিধা করতে পারবেন না, “যদি অস্ট্রেলিয়া এই সিরিজে ভালোও খেলে, তবুও ভারত ৩-০ ব্যবধানে জিতবে। আর অজিরা যদি খারাপ খেলে, তাহলে তো ধবলধোলাই নিশ্চিত!”

     

     

    অপেক্ষাকৃত তরুণ দল নিয়েই ভারতে এসেছে অস্ট্রেলিয়া। অনেকের জন্যই এটা প্রথম ভারত সফর। যেখানে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যানরাই অশ্বিন-জাদেজার বোলিং সামলাতে হিমশিম খেয়েছে, সেখানে তরুণ অজি ব্যাটসম্যানরা আরও বেশি সমস্যায় পড়বে বলেই হরভজনের ধারণা, “ ভারতের পিচ তাঁদের জন্য খুব একটা সহজ হবে না। যদি শুরু থেকেই পিচে স্পিন করে,তাহলে বেশিক্ষণ টিকতে পারবেন না কেউই। অস্ট্রেলিয়া দল আর আগের মতো নেই। তাঁদের আত্মবিশ্বাস অনেক কম। এটা সমস্যা আরও বাড়িয়ে তুলবে।”

    আগামী ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু হবে ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।