কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি মরিনহোর ইউনাইটেড
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের। সাবেক চেলসি ম্যানেজার হোসে মরিনহো ফিরছেন স্ট্যামফোর্ড ব্রিজে। ফিফথ রাউন্ডে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের পরই নিশ্চিত হয়ে যায় এই ফিকশ্চার।
ব্ল্যাকবার্নের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে ফিফথ রাউন্ডের বাধা পার করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইয়ুড পার্কে মাত্র ১৩ মিনিটেই অবশ্য পিছিয়ে পড়েছিল পগবা-ইব্রাহিমোভিচদের ছাড়াই খেলতে নামা ইউনাইটেড। নিজের খেলা আগের ৬ ম্যাচে ক্লিনশিট রাখার পর আজই প্রথম গোল হজম করলেন ডি গিয়ার বদলে খেলতে নামা ইউনাইটেড গোলরক্ষক সার্জিও রোমেরো। এরপর প্রথমার্ধেই অবশ্য র্যাশফোর্ড গোল করে সমতা আনেন ম্যাচে।
ড্রয়ের শঙ্কা এড়াতেই ৬২ মিনিটে মরিনহো মাঠে নামিয়ে দেন পগবা আর ইব্রাহিমোভিচকে। এই জুটিই শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়েছে ইউনাইটেডকে। পগবার পাস থেকে ইব্রাহিমোভিচ জয়সূচক গোল করেন ৭৫ মিনিটে। দলের জয়ে আরও একবার ভূমিকা রাখার পাশাপাশি নিজের গোলের ট্যালিটাও নিয়ে গেলেন ২৪ এ।
এফএ কাপের অন্য ম্যাচে আজ ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। হ্যাটট্রিক করেছেন হ্যারি কেন। গতকালই ওলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিল চেলসি। আগামীকাল আর্সেনাল খেলবে নন-লিগ সাইড সাটন ইউনাইটেডের বিপক্ষে।