আইপিএলে সুযোগ পেয়ে বিস্মিত রশিদ
জিম্বাবুয়ে সফরে গিয়ে খেলার মাঝে একদিনের ছুটি পেয়েছিলেন। ব্যস্ত সূচির মাঝে বিশ্রামের সুযোগটা হাতছাড়া করেননি আফগানিস্তানের স্পিনার রশীদ খান। কিন্তু ঘুমের মাঝেই পেয়েছেন দারুণ এক সংবাদ। ৪ কোটি রুপিতে (ভিত্তিমূল্যের আঁটগুণ) তাঁকে দলে নিয়েছে মুস্তাফিজের দল হায়দরাবাদ সানরাইজার্স। অভূতপূর্ব এই ঘটনায় যারপরনাই অবাক তিনি।
আইপিএলের মতো টুর্নামেন্টে খেলতে পারবেন, এটা কল্পনাতেও ভাবেননি রশীদ। যেখানে ইমরান তাহিরের মতো স্পিনার অবিক্রিত থেকে গিয়েছেন, সেখানে ১৮ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলা রশীদের সুযোগ পাওয়াটা তো বিস্ময়েরই, “ঘুমের মাঝে আমার পরিবারের ফোন পেয়ে টিভির সামনে বসি। একাই বসে বসে দেখছিলাম নিলামটা। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে! খুব খুশি আমি। একটু বেশিই খুশি!”
মাত্র ১৮ বছর বয়সী রশীদের ক্যারিয়ার দেড় বছরের মতো। এই অল্প সময়েই দুর্দান্ত লেগ স্পিনে নজর কেড়েছেন সবার। গত বিপিএলে তাঁকে দেখা গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে। ১৪.৯২ গড়ে সেবার ১৩ উইকেট নিয়েছিলেন এই তরুণ স্পিনার।