দিনটা ভারতের হতে দিলেন না রেনশ'-স্টার্ক
সংক্ষিপ্ত স্কোর
১ম দিন শেষে
অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ৯৪ ওভারে ২৫৬/৯ ( রেনশ’ ৬৮, স্টার্ক ৫৭*, যাদব ৪/ ৩২)
দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বল। রবিচন্দ্রন অশ্বিনের বল লেগ স্টাম্পের কিছুটা বাইরে পরে এতই টার্ন করলো , ম্যাট রেনশ’ কিছু বুঝে উঠতেই পারলেন না। পিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, পয়েন্টে দাঁড়ানো বিরাট কোহলি মুখেও খানিকটা হাসি দেখা গেলো। কোহলির এই হাসিটা পুরো দিনজুড়েই ছিল। পুনে টেস্টের প্রথম দিনে অবশ্য শুধু স্পিনই রাজত্ব করেনি। অশ্বিন-জাদেজার স্পিনের সঙ্গে উমেশ যাদবের রিভার্স সুইংয়ে নাকানি চুবানি খেয়েছেন স্মিথরা। তবে স্রোতের বিপরীতে লড়াই করেছেন রেনশ’-স্টার্ক।
পিচে শুরু থেকেই স্পিন ধরবে, এটা আগেই অনুমেয় ছিল। অশ্বিন-জাদেজাদের দারুণভাবে সামলেছেন ওয়ার্নার-রেনশ’। কিন্তু লাঞ্চের ঠিক আগে উমেশ যাদবের বলে ওয়ার্নার আউট হলে ভাঙ্গে ৮২ রানের জুটি। এই নিয়ে টেস্টে ৫ম বারের মতো যাদবের বলে নিজের উইকেট খুইয়েছেন অজি ওপেনার। নতুন ব্যাটসম্যান নামার আগেই ওয়ার্নারের আউটের ঠিক পর পরই পেটের পীড়ার কারণে মাঠের বাইরে চলে যান রেনশ’। স্মিথ-মার্শ জুটি কিছুটা থিতু হওয়ার আগেই সেই যাদবের বলেই ফেরেন শন মার্শ। স্মিথ, হ্যান্ডসকম্ব দুজনই সেট হওয়ার পর সাজঘরে ফিরেছেন।
সতীর্থদের এই যাওয়া আসার মাঝে অস্ট্রেলিয়ার ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন রেনশ’। পেটের পীড়া কিছুটা কমলে আবারো মাঠে নেমেছেন। প্রথমবারের মতো ভারতে খেলতে এসে দারুণভাবে সামলেছেন স্পিনারদের। সর্বকনিষ্ঠ অজি ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন। তবে সেঞ্চুরিটা পাওয়া হয়নি, ফিরেছেন অশ্বিনের দারুণ এক বলে।
শেষ সেশনে ২০৫ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অজিদের পথ দেখিয়েছেন মিচেল স্টার্ক। ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে করেন ঝড়ো এক হাফ সেঞ্চুরি। তাঁর ব্যাটিং দৃঢ়তায় দিনশেষে এক উইকেট হাতে নিয়ে খেলা শেষ করে অস্ট্রেলিয়া।