বাংলাদেশ হতে পারবে ভারত?
টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪০০র বেশি রান তাড়া করে জেতার কীর্তিই আছে মাত্র চারটি। তার মধ্যে একটা কীর্তি ভারতের। তবে পুনেতে ৪৪১ রানের লক্ষ্যটা তাড়া করার জন্য ভারতকে প্রেরণা নিতে হবে বাংলাদেশ থেকেই। এশিয়াতে যে চতুর্থ ইনিংসে ৪০০র বেশি রান করার কীর্তি শুধু বাংলাদেশেরই আছে।
৬ উইকেট হাতে নিয়ে আগের দিনটা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজ সেই ৬ উইকেট খুইয়ে আগের দিনের সঙ্গে যোগ করেছে ১৪৫ রান। ভারতের বিপক্ষে টানা পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন স্টিভ স্মিথ, ক্যারিয়ারের সেটি ১৮তম। অস্ট্রেলিয়ার ২৮৫ আপাতদৃষ্টিতে খুব বেশি মনে নাও হতে পারে, তবে পুনের প্রায় বধ্যভূমি হয়ে আসা উইকেটে সেটা আসলে ৪০০র মতোই। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৪১ রানের লক্ষ্যটা এই উইকেটে তাই ৬০০র মতো। সেই হিসেবে ভারতের কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে।
চতুর্থ ইনিংসে নিজেদের মাটিতে এ পর্যন্ত আটবার ৪০০র বেশি লক্ষ্য তাড়া করতে হয়েছে ভারতকে। এত মধ্যে সাতবারই তারা হেরেছে, ১৯৪৮ সালে কলকাতায় একবার মাত্র ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করতে পেরেছিল। নিজেদের মাঠে চতুর্থ ইনিংসে ৪০০র বেশিই করতে পারেনি কখনো। আর ঘরে বাইরে মিলে চতুর্থ ইনিংসে ভারত ৪০০র বেশি রান করেছে তিন বার। ১৯৭৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই মহাকাব্যিক জয় ছাড়া বাকি দুই বারই হারতে হয়েছে।
তবে এশিয়াতে সেই কীর্তিটা আছে একমাত্র বাংলাদেশেরই। ২০০৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করে চতুর্থ ইনিংসে ৪১৩ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ৫২১ রানের লক্ষ্য থেকে অনেকটা দূরেই অবশ্য থেমে যেতে হয়েছে।
তার চেয়েও বড় কথা, ২০০৪ সালের পর ভারতের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর এশিয়াতেই সব ম্যাচই হেরেছে। এবার কি সেই গেরো কাটবে?