এবার ও'কিফের সাফল্য নিয়েও প্রশ্ন হরভজনের
সিরিজ শুরুর আগে সফরকারী অস্ট্রেলিয়া দলটাকে ‘যে কোনো সময়ের সবচেয়ে দুর্বল’ হিসেবে আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন, ৪-০ ব্যবধানে ভারতের কাছে টেস্ট হারবে তাঁরা। কিন্তু বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টেই সম্পূর্ণ উল্টো চিত্রে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে হরভজন সিংয়ের বক্তব্য নিয়ে। তবে এরপরও নিজের অবস্থান থেকে পুরোপুরি না সরে অজিদের এমন সাফল্যকে প্রশ্নবিদ্ধই করে চলেছেন ভারতের সাবেক এই স্পিনার।
তিনদিনে শেষ হয়ে যাওয়া টেস্টে দু’ ইনিংস মিলিয়ে ৭০ রান দিয়ে ১২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার স্টিফেন ও’কিফ। উপমহাদেশের উইকেটে বাইরের কারও এটাই এ যাবতকালের সেরা বোলিং পারফরম্যান্স। কিন্তু হরভজন বলছেন এখানে কৃতিত্বটা ঠিক বোলারের নয়, “আমি আগে তাঁকে (ও’কিফ) ভালো একটা টেস্ট উইকেটে বল করতে দেখতে চাই, তারপর যা বলার বলবো। এইরকম কোনো উইকেটে পাওয়া সাফল্য আমি আমলে নেব না।”
অস্ট্রেলিয়ার সাফল্যের পুরো কৃতিত্বটাই পিচকে দিচ্ছেন হরভজন, “সত্যি কথা বলতে এটা কোনো পিচই ছিল না। টেস্ট ক্রিকেটের পিচ পাঁচ দিন খেলার উপযোগী হওয়া উচিত। আপনি এমন একটা উইকেটে খেলতে পারেন না যেখানে যে কেউ এসে বল করে উইকেট নিয়ে যাবে। আমি একশ’র বেশি টেস্ট খেলেছি, আমি জানি প্রত্যেকটা উইকেটের জন্য আমাকে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। যখন আপনি এ ধরণের উইকেট বানাবেন তখন আপনি কন্ডিশনটা প্রতিপক্ষের জন্যেও সুবিধাজনক করে দেবেন। পুনে টেস্টে ঠিক এটাই ঘটেছে।”