ডিসেম্বরে বাংলাদেশকে পাকিস্তানে চায় পিসিবি
বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান। পরে আবার জানা গিয়েছিল, পাকিস্তানে আসার শর্ত হিসেবে ওই সফরে রাজি হয়েছে পিসিবি। এবার ভারতের বার্তা সংস্থা পিটিআই পিসিবির এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডিসেম্বরে বাংলাদেশকে পাকিস্তানে চায় পিসিবি। সেজন্য কদিন পর পিএসএলের ফাইনালে বিসিবির নিরাপত্তা বিশেষজ্ঞ দলকেও তারা চাইছে।
লাহরে পিএসএলের ফাইনাল নিয়ে কদিন ধরেই চাপে আছে পিসিবি। এমনকি ইমরান, মিয়াঁদাদরাও বলছেন, লাহোরে পিএসএল আয়োজন করাটা হবে পাগলামি। তবে পিসিবি এখনো সেই অবস্থান থেকে সরে আসেনি। পিটিআই বলছে, পিএসএলের ফাইনালে বিসিবি নিরাপত্তা দল পাঠিয়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারে। ডিসেম্বরে বাংলাদেশের পাকিস্তানে আসার ব্যাপারে পিসিবি একটা প্রতিবেদন আশা করছে।
পিসিবি বলছে, ২০০৯ সালের পর থেকে তিনবার পাকিস্তান বাংলাদেশে গেছে। ডিসেম্বরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সফরে তাই তারা বাংলাদেশকে চায়। পিএসএল ফাইনালটা তারা সেজন্যই নিখুঁতভাবে আয়োজন করতে চায়। পিসিবি মনে করছে, এই ফাইনালটা ভালোয় ভালোয় হয়ে গেলে সেটা ক্রিকেটবিশ্বের জন্য বার্তা হবে। যদিও লুক রাইটদের মতো পিএসএলের অনেক বিদেশী ক্রিকেটার এর মধ্যেই ওই ফাইনাল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
২০০৯ সালে শ্রীলঙ্কার পাকিস্তান সফরে বাসে ওই হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একরকম নির্বাসিতই। এর মধ্যে ২০১৫ সালে জিম্বাবুয়ের সংক্ষিপ্ত সফর ছাড়া সেখানে আন্তর্জাতিক ক্রিকেট আর হয়নি। এই বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি খেলতে আসার একটা গুঞ্জন ছিল। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজও বেশ আগে সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছে।