লায়নের রেকর্ড ভাঙার দিন
ল্যান্স ক্লুজনারের অভিষেক টেস্ট। ১৯৯৬ সালে কলকাতায় ভারতের সঙ্গে ম্যাচ জেতানো বোলিং করলেন জুলু, পেলেন ৬৪ রানে ৮ উইকেট। ভারতের মাটিতে কোনো সফরকারী বোলারের এটিই রেকর্ড ছিল এতোদিন। ক্লুজনারকে আজ টপকে গেলেন নাথান লায়ন। ভারতকে ধ্বসে দেয়া বোলিং করে বেঙ্গালুরুতে লায়ন ৮ উইকেট নিয়েছেন ৫০ রানে।
ভারতের মাটিতে যে কোনো বোলারেরই এর চেয়ে ভাল ফিগার আছে আর চারজনের। সবার ওপরে অবশ্যই অনিল কুম্বলে, পাকিস্তানের সংগে দিল্লীতে বর্তমান ভারতীয় কোচ তো নিয়েছিলেন ‘দশে দশ’! জশুভাই প্যাটেল, কপিল দেব ও সুভাষ গুপ্তের আছে নয়টি করে। শুধু স্পিনারদের তালিকায় লায়ন তাই চার নম্বরে। তবে প্রথম ইনিংসে লায়নের চেয়ে ভাল বোলিং ফিগার শুধু গুপ্তেরই আছে।
ভারতের মাটিতে এর আগে একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে ইনিংসে আট উইকেট ছিল জ্যাসন ক্রেজার। ২০০৮ সালে নাগপুরে ৮ উইকেট নিয়েছিলেন এ স্পিনার, তবে সেজন্য ২১৫ রান গুণতে হয়েছিল তাঁকে। ভারতের মাটিতে কোনো অস্ট্রেলীয় বোলারের সবচেয়ে খরুচে ফিগারের রেকর্ডটাও তাই তাঁরই ছিল। তবে সেখানে সংগে ছিলেন লায়ন, চেন্নাইয়ে ২০১৩ সালে ক্রেজার সমান ২১৫ রান খরচ করে লায়ন পেয়েছিলেন তিনটি উইকেট!
শুধু ভারতে নয়, যে কোনো দেশেই ভারতের সঙ্গে এটি চতুর্থ সেরা বোলিং। আর বেঙ্গালুরুতেও এখন সেরা বোলিং ফিগার লায়নেরই। এর আগে ১৯৮৭ সালে পাকিস্তানের সংগে ২৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার মনিন্দর সিং।