'নেতিবাচক কোহলির প্রভাব পড়ছে ভারতীয় দলে'
পরপর দুই ইনিংসে বল ছেড়ে দিয়ে আউট হলেন ভারত অধিনায়ক। একবার বোল্ড, একবার এলবিডাব্লিউ। এবার তো আম্পায়ার আউট দেয়ার পর তাঁর রিভিউ নেয়াও আলোচনার খোরাক যোগাচ্ছে। কোহলির মতোই অবস্থা ভারতের, নিজেদের মাটিতে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষেও আছে বেশ চাপে।
এই চাপের পেছনে তো ‘দায়’ আছেই কোহলির। দলের সেরা ব্যাটসম্যান যখন এভাবে ব্যর্থ হন, প্রভাব পড়ারই কথা দলের ওপর। মার্ক ওয়াহও মনে করছেন সেরকমই। অতি নেতিবাচক মানসিকতায় ‘ব্যাটসম্যান’ কোহলির এ হালের পেছনে দায়ী বলে মত ‘ছোট’ ওয়াহর। সাবেক এ অজি ব্যাটসম্যান ও বর্তমান নির্বাচক কোহলির এই দশাকে মনোযোগ ধরে রাখার ব্যর্থতা হিসেবেই দেখতে চান, ‘আগের বলটা (আউট হওয়ার পূর্বের বল) বাউন্স করে উরুতে লাগলো। সে লেগসাইডের দুজন ফিল্ডারকে নিয়ে দুশ্চিন্তায় ছিল একটু। তবে এমন বল ভারতীয় ব্যাটসম্যান, বিশেষ করে (কোহলির মতো) একজন অসাধারণ ব্যাটসম্যানের জন্য খেলা খুবই সহজ।’
‘সে অবশ্যই কিছুটা হলেও নেতিবাচক চিন্তা করছে। আর সেটা তার কিছু সতীর্থের মাঝেও চলে যাচ্ছে। আজ যেসব ভারতীয় ব্যাটসম্যান আউট হয়েছে, তারা অবশ্যই তাদের আউট হওয়ার ধরণ নিয়ে হতাশ হবে।’
হতাশ নিশ্চয়ই হবেন কোহলিও! দলের এমন অবস্থার পেছনে তো অধিনায়কের ‘দায়’টাই থাকে বেশী!