কোহলিদের কথার জবাবে হাসিই 'অস্ত্র' রেনশর
ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াইয়ের সাথে কথার যুদ্ধটাও চললো সমান তালেই। দুই দলের অধিনায়ক স্টিভ স্মিথ আর বিরাট কোহলির বাগযুদ্ধ উত্তাপ ছড়ালো বেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা স্বাগতিক দলের অধিনায়ক প্রতিপক্ষের ব্যাটসম্যানদের স্নায়ুচাপে ভোগাতে বাক্যবাণে বিদ্ধ করে গেলেন ক্রমাগত। তবে তাতে যে খুব একটা কাজ হয় নি সেটা স্পষ্ট দিনশেষের স্কোরকার্ডেই। ঘাম ঝরানো এক অর্ধশতকে দলকে লিড এনে দেয়া ওপেনার ম্যাট রেনশর প্রতিক্রিয়াতেও স্পষ্ট, অজি ব্যাটসম্যানদের মনঃসংযোগে বিঘ্ন ঘটানোর কাজটা এতো সহজ নয়।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মাঠের উত্তপ্ত বাক্য বিনিময়ের ব্যাপারটা একরকম হেসেই উড়িয়ে দিলেন রেনশ, “আমি আসলে উপভোগই করছিলাম এটা। কোহলির কথা শুনে না হেসেও পারি নি। সে আমাকে বারবার দৌড়ে টয়লেটে যেতে বলছিল যেটা পুনে টেস্টে ঘটেছিল। সুতরাং, কথোপকথনটা মজার ছিল।”
উত্তাপটা একেবারেই টের পান নি- এমন দাবী না করলেও রেনশ সেটা খেলার অংশ হিসেবেই নিচ্ছেন, “দুই অধিনায়কই একে অপরকে উত্তেজিত করতে চাইছিলেন। তবে সবমিলিয়ে সেটা উপভোগ্য আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই ছিল। আমরা এটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম কারণ আমরা জানতাম যে সিরিজে পিছিয়ে থাকায় ওঁরা এমন কিছু করেই আমাদের মনোযোগ নষ্ট করতে চাইবে।”
অবশ্য কথার জবাবে কথা নয়, রেনশ ব্যবহার করেন ভিন্ন টোটকাই, “আমি খুব বেশি কথা না বলার চেষ্টাই করি। আমি শুধু হাসি, কারণ আমার অতীত অভিজ্ঞতা বলে পাল্টা কথার চেয়ে হাসিতেই বোলাররা বেশি অস্বস্তি বোধ করে।”