• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    জাদেজার স্পিনে ম্যাচে ফিরল ভারত

    জাদেজার স্পিনে ম্যাচে ফিরল ভারত    

    সংক্ষিপ্ত স্কোর

    তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত

    ভারত ১৮৯ ও ৩৮/০ ( রাহুল ২০)

    অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৭৬ ( মার্শ ৬৬, জাদেজা ৬/৬৩)


     

    অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার গত ম্যাচে ভালোই ভুগিয়েছে ভারতীয় বোলারদের। আজও লিডকে বাড়িয়ে নেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিলেন ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্ক। তবে জাদেদার দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গিয়েছে অজিদের লেজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের ওপেনাররাও ভালো সূচনা করে দলকে আশা দেখাচ্ছেন।

     

    গত দিনের ৪৮ রানের লিডটা যেন বেশিদূর এগোতে না পারে সেজন্য শুরু থেকেই আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছিলেন কোহলি। তবে অশ্বিন-জাদেজাদের হতাশায় ডুবিয়ে ওয়েড-স্টার্ক জুটি রানের গতি বাড়াতে থাকেন। কোহলির কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছিল। অশ্বিনের বলে স্টার্ক আউট হলেও রিভিউ নিয়ে বেঁচে যান। অবশ্য সেই ওভারেই জাদেজার হাতে তালুবন্দি হন তিনি।

     

    এরপরেই জাদেজার ঘূর্ণিজাদু শুরু। মাত্র ২ রানের ব্যবধানেই অস্ট্রেলিয়ার শেষ ৩ ব্যাটসম্যানকে ফেরান। সব মিলিয়ে এই ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট নিয়েছেন, যা তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার লিড দাঁড়ায় ৮৭ রান।

     

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতগতিতেই রান তুলেছেন মুকুন্দ-রাহুল জুটি। স্টার্ক একাই ৪ ওভারে ২২ রান দিয়েছেন। হ্যাজলউড,লায়নরাদের হতাশ করে কোন বিপদ ছাড়াই লাঞ্চ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন দুই ব্যাটসম্যান।