• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    জাদেজার পর পুজারা-রাহানেতে ভারতের দিন

    জাদেজার পর পুজারা-রাহানেতে ভারতের দিন    

    ভারত ১৮৯ ও ২১৩/৪, ৭২ ওভার (পুজারা ৭৯, হ্যাজলউড ৩-৫৭)

    অস্ট্রেলিয়া ২৭৬ অলআউট, ১২২.৪ ওভার (মার্শ ৬৬, জাদেজা ৬-৬৩)


     

    প্রথমবারের মতো সিরিজে ২০০ রান পেরুলো ভারত। চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানের ৯৩ রানের জুটির অবদান সবচেয়ে বেশী এতে, সিরিজে দুই দল মিলিয়ে যা সর্বোচ্চ রানের জুটি।  বেংগালুরুতে  তৃতীয় দিন শুধু এ টেস্ট নয়, বদলে দিতে পারে সিরিজেরই গতিপথ!  তৃতীয় দিন শেষে ভারত এগিয়ে আছে ১২৬ রানে।

     

    ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্কের জুটিটা ভেংগেছিলেন রবি অশ্বিন। এরপরের তিন উইকেট রবীন্দ্র জাদেজার। সব মিলিয়ে জাদেজা নিয়েছেন ছয় উইকেট, সিরিজে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন কোনো ভারতীয় বোলার।

     

    ফাটল ধরা উইকেটে ভারতীয় ব্যাটিংয়ে শুরুতে ফাটল ধরাতে পারেননি অস্ট্রেলিয়ান বোলাররা। লোকেশ রাহুল করেছেন আরেকটি ফিফটি(৫১), অভিনব মুকুন্দের সংগে তাঁর ওপেনিং জুটি ৩৯ রানের। সিরিজের যা অবস্থা, ৩৯ রানই তো অনেক!

     

    ওপেনিং জুটির পর প্রায় নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারত, এর মাঝে ছিল বিরাট কোহলির উইকেটও, ভারতীয় অধিনায়ক আউট হয়েছেন ১৫ রানে। যদিও আউট নিয়ে কোহলির ‘সন্দেহ’ থাকতেই পারেননি, অন-ফিল্ড আম্পায়ারের এলবিডাব্লিউয়ের সিদ্ধান্তটা টিভি আম্পায়ার নাকচ করতে পারেননি পর্যাপ্ত প্রমাণ না থাকায়।

     

    কোহলির পর রাহানেকে না পাঠিয়ে জাদেজাকে পাঠিয়েছিল ভারত। বাঁহাতি ব্যাটসম্যানরা এ উইকেটে একটু সুবিধা পাচ্ছেন বলেই! তবে বোলার জাদেজার মতো ব্যাটসম্যান জাদেজা  সুবিধা নিতে পারেননি।  জাদেজা ফিরেছেন, কাঁধে দায়িত্বের ভার নিয়ে নেমেছেন রাহানে। ওপাশে আগে থেকেই ছিলেন পুজারা।

     

    এ দুজনের ব্যাটেই তৃতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে ভারত। দুজনের ২০৩ বলের ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিতেই প্রথমবারের মতো এ সিরিজ দেখলো উইকেটবিহীন এক সেশন।

    বেংগালুরুর চতুর্থ দিন আর নতুন কী দেখবে!