'ওরা চার গোল করতে পারলে আমরা ছয় গোল করব'
প্রথম লেগে ৪-০ গোলের পরাজয়ের পর কোয়ার্টারে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। পরের রাউন্ডে যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে বার্সেলোনাকে। আজ রাতে ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হওয়ার আগে কাতালান কোচ লুইস এনরিকে দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন। এনরিকে বলছেন, প্রতিপক্ষ যদি চার গোল করতে পারে তাহলে তারাও ছয় গোল করে ম্যাচে ফিরবে!
ঘুরে দাঁড়াতে হলে আজ ন্যু ক্যাম্পে দারুণ কিছুই করে দেখাতে হবে বার্সাকে। এনরিকে মনে করেন, সময় এখনো শেষ হয়ে যায়নি, “ শুধু প্রথম লেগ হয়েছে। এখনো মোটামুটি ৯৫ মিনিট বাকি আছে। আমরা ইতিবাচক ভাবনা নিয়েই মাঠে নামতে চাই। যদি কোনো দল আমাদের বিপক্ষে চার গোল করতে পারে, তাহলে আমরাও তাঁদের বিপক্ষে ছয় গোল করতে পারি!”
সপ্তাহের শুরুতে ‘মেসি ম্যাজিকে’ সেল্টা ভিগোকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বার্সা। কাতালান কোচ জানিয়েছেন, নিজেদের সেরাটা দিতে পারলে পিএসজিকে হারানোটা অসম্ভব কিছু নয়, “এরকম ম্যাচে নিজেদের সেরাটা দিতেই হবে। আমরা জয়ের জন্য মাঠে নামব, বাকিটা খেলার ওপর নির্ভর করবে। এরকম পরিস্থিতিতে আমি আগে পড়িনি, তবে দলের ওপর ভরসা আছে। শুধু মেসি নয়, দলের প্রত্যেকটা সদস্যকেই নিজের সবটুকু দিতে হবে। তাহলেই এরকম প্রত্যাবর্তন সম্ভব।”