• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    রাচির পিচ দেখতে গিয়েছিলেন ধোনি?

    রাচির পিচ দেখতে গিয়েছিলেন ধোনি?    

    রাচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য উপলক্ষটা ঐতিহাসিকই। প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে ধোনির শহরের মাঠটি। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট আয়োজনের প্রাক্কালে আচমকাই সেখানে হাজির হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তাঁর এই সফরের সাথে আসন্ন টেস্ট ম্যাচের কোনো সম্পর্ক নেই বলেই দাবী করছেন স্টেডিয়ামটির কিউরেটর এসবি সিং।

     

    মি. সিং বলছেন রাচি গেলে স্টেডিয়াম ঘুরে যাওয়াটা একরকম অভ্যেসই বানিয়ে ফেলেছেন ধোনি, “এখানে থাকলে তিনি প্রায়ই স্টেডিয়ামে আসেন ফিটনেস ওয়ার্কের জন্য, জিমে লম্বা সময় কাটান। তাঁর আজকের আগমনের উপলক্ষটাও ভিন্ন কিছু ছিল না। তিনি আগামী টেস্টের উইকেট দেখেছেন এবং এ নিয়ে আমাদের কথাবার্তাও হয়েছে। তবে এটা আমার কাছে অস্বাভাবিক কিছুই নয়।”

     

    “তিনি কখনোই পিচ প্রস্তুতিতে হস্তক্ষেপ করেন নি। এতো বড় মাপের একজন ক্রিকেটারে হিসেবে তাঁর কাছ থেকে সবসময়ই আমি উইকেটের মানের ব্যাপারে পরামর্শ পেতে চাইতাম,” বলেন মি. সিং।

     

    রাচির কিউরেটর আরও জানাচ্ছেন এই পিচ আগের দুই টেস্টের মতো হচ্ছে না, “বোলার এবং ব্যাটসম্যান সবাই এই পিচ থেকে সুবিধা পাবেন এবং এটা অবশ্যই পাঁচদিন টিকবে।”