ভারত সফর শেষ স্টার্কেরও
প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ ফিফটি। সঙ্গে স্পিন-সহায়ক পিচেও নিয়ন্ত্রিত পেস। বোর্ডার-গাভাস্কার ট্রফির আগে উপমহাদেশের শেষ সফরে তো শ্রীলঙ্কার সাথে ১৫.১৬ গড়ে ২৪ উইকেট। সেই মিচেল স্টার্ককেই হারিয়ে ফেললো অস্ট্রেলিয়া। পায়ের চোটে দেশে ফিরে যাচ্ছেন স্টার্ক, সফরের আর কোনো ম্যাচই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান পেসার। দ্বিতীয় টেস্টের সময়ই চোট পেয়েছিলেন, স্ক্যানে ধরা পড়েছে চিড়। রাঁচির আগে তো নয়ই, এ সফরেই পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে না বলে দেশে ফেরত পাঠানো হচ্ছে তাঁকে।
স্টার্কের বদলে অবশ্য কাউকে ডাকা হয়নি এখনও স্কোয়াডে। স্কোয়াডে আগে থেকেই থাকা জ্যাকসন বার্ডেরই তাই সুযোগ বেশী। আর শেফিল্ড শিল্ডের পারফরম্যান্স বিবেচনায় নিলে আসতে পারেন চ্যাড স্যায়ারস, জ্যাসন বেহেনডর্ফ অথবা প্যাট কামিন্স।
স্টার্কের আগে মিচেল মার্শের চোট একদফা আঘাত দিয়ে গেছে। মার্শের বদলে স্কোয়াডে ডাকা হয়েছে মার্কাস স্টোইনিসকে। বেংগালুরু টেস্টে এগিয়ে থেকেও ম্যাচ হারার ক্ষতটা শুকায়নি এখনও, স্টার্কের চোটটা সে ক্ষতটাকেই বাড়িয়ে তুললো শুধু। ধাক্কা খেলো বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার মিশনটাও।