'কোহলি সম্মানের জন্যই খেলেন'
স্মিথের সাথে দ্বন্দ্বের পর অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম তো বটেই, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান হিলি ও মিচেল জনসনও ছেড়ে কথা বলেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। এসব নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে পাশে পেয়েছেন তিনি। সাবেক অজি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন বলেছেন, কোহলি খেলাটাকে যথেষ্ট সম্মান করেন।
নিজের সাথে কোহলির অনেকটাই মিল খুঁজে পান হেইডেন, “কোহলি অনেকটা আমার মতো। আমরা দুজনই খেলাটাকে ভালোবাসি। দুজনই এটা মনে করি শরীরী ভাষা খেলার অনেক বড় একটা অংশ। সম্মানটাই এখানে আসল। আমরা খেলি সবার সম্মান পাওয়ার জন্য। কোহলিও এমন করে বলে আমার বিশ্বাস।”
বেঙ্গালুরুতে ব্যাটিং করার সময় একদফা তর্কযুদ্ধ হয়েছিল। পরিস্থিতি বেশি খারাপের হওয়ার আগেই আম্পায়ার এসে সামাল দেন। আউট হওয়ার পর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে সাহায্য নিতে চাইলে স্মিথের দিকে একরকম তেড়েফুঁড়ে আসেন কোহলি। ম্যাচের পর বলেছিলেন, স্মিথ এরকম কাজ আগেও করেছে। এই মন্তব্যের পরেই হিলি বলেন, কোহলির প্রতি তাঁর সম্মান কমছে। কোহলি তাঁর জবাবে বলেন, তাঁকে ১২০ কোটি মানুষ তাঁর সাথে আছে, ২-১ জনের সম্মান না পেলে তাঁর কিছু যায় আসে না!
দুদিন পর আরেক সাবেক অস্ট্রেলিয়ান জনসন বলেছিলেন, কোহলি কারণ ছাড়াই তর্কে জড়িয়ে পড়েন। তবে হিলি ও জনসনের সাথে একমত নন হেইডেন, “ভারতের ক্রিকেটাররা নিজেদের সম্মানটা বোঝেন। কোহলি নিজের সম্মানের জায়গাটা বোঝে। সে প্রতিনিয়তই এটা বাড়িয়েই চলেছে।”