• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    দ্রাবিড়কে মনে করিয়ে দিচ্ছেন পূজারা

    দ্রাবিড়কে মনে করিয়ে দিচ্ছেন পূজারা    

    সংক্ষিপ্ত স্কোর

    চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত

    অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৪৫১

    ভারত ১ম ইনিংস ৪৩৫/৬ ( পূজারা ১৬৪*, কামিন্স ৪/৭১)


     

    অভিষেকের পর থেকেই তাঁর তুলনা হতো রাহুল দ্রাবিড়ের সাথে। তিন নাম্বারে ব্যাট করায় সময়ের সাথে সাথে সেই তুলনাটা বেড়ে গেছে আরও কয়েকগুণ। টি-টোয়েন্টির এই যুগে চেতশ্বর পূজারার মতো ‘ধীরগতির’ ব্যাটিংয়ের দেখা মেলা ভার। বরাবরের মতো এবারো ‘অপার ধৈর্যের’ পরিচয় দিয়েছেন, খেলেছেন ৪৩৪ বল! ২০০১ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ইডেন গার্ডেনসে ভিভিএস লক্ষণ খেলেছিলেন ৪৫২ বলে ২৮১ রানের সেই মহাকাব্যিক ইনিংস। এর প্রায় ১৬ বছর পর প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে ৪০০ বলের বেশি খেললেন পূজারা। আর ৬২ বল খেললেই ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে রাহুল দ্রাবিড়ের ৪৯৫ বল খেলার রেকর্ড ভাঙবেন তিনি।  

     

    দ্বিতীয় দিনে লোকেশ রাহুলের ফেরার পর ক্রিজে আসেন পূজারা। সেই শুরু, কাল সারাদিন ব্যাটিং করেছেন। আজ সকাল থেকেও একচুল ধৈর্যচ্যুতি হয়নি। স্মিথের কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না। কামিন্সের বাউন্স কিংবা ও’ফিক-লায়নের স্পিন,  কিছুতেই কিছু হয়নি। আগের দিন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পাওয়া পূজারা লাঞ্চের আগে অপরাজিত আছে ১৬৪ রানে। এটা তাঁর ক্যারিয়ারের দীর্ঘতম ইনিংসও বটে। এর আগে ২০১২ সালে আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ বল খেলে করেছিলেন ২০৬ রান। ৩০০ বলের বেশি খেলেছেন আরও তিনবার।

     

     

    অন্যপ্রান্তে পূজারাকে দারুণ সঙ্গ দিচ্ছেন ঋদ্ধিমান সাহা, ১২২ বলে ৫৯ রান করে তিনিও অজিদের সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছেন। দুজনের দারুণ জুটিতে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৫ রান।


     

    পুজারার আগে ভারতের হয়ে ঘরের মাটিতে ৪০০ বলের বেশি খেলেছেন মাত্র ৫ জন। তাঁর সামনে এখন আছেন শুধু লক্ষণ এবং সুনীল গাভাস্কার। ১৯৮১ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭২ বল খেলে ১৭২ করেছিলেন গাভাস্কার, যা এখন পর্যন্ত ভারতের হয়ে  দীর্ঘতম ইনিংসের রেকর্ড।