আঙ্গুল তুলেও আউট দিলেন না আম্পায়ার!
গতকাল সম্মতিসূচক মাথা নাড়িয়েও আঙ্গুল তোলেননি আলিম দার। কলোম্বোয় শ্রীলংকার বিপক্ষে চতুর্থ দিনের শেষ বলে আম্পায়ারের এই সিদ্ধান্তে হতবাক ছিলেন সবাই। সেই রেশ কাটতে না কাটতেই গতকাল বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দেখল আরেকটি অদ্ভুত কাণ্ড। হ্যাজলউডের বলে আম্পায়ার ক্রিস গ্যাফানি আঙ্গুল তুললেও শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেননি!
১৪০তম ওভারের চতুর্থ বলটি বাউন্সার করেছিলেন হ্যাজলউড। পূজারা কোনোমতে সরে গিয়েছেন বলের লাইন থেকে। বল তাঁর ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়ার কয়েকজন অস্ট্রেলিয়ান একটু আধটু আউটের আবেদন করেছিলেন। বোলার নিজেও খুব একটা জোরালো আবেদন করেননি। তবে আম্পায়ার গ্যাফানি প্রায় আঙ্গুল তুলে আউটের সিদ্ধান্ত দিয়েই ফেলেছিলেন! পরক্ষনেই কী মনে করে যেন সিদ্ধান্ত বদল করেন, তোলা হাতটা নিজের হ্যাটে লাগিয়ে নীচে নামান!
এই ঘটনার পর হাসির রোল উঠেছে। অনেকেই মজা করে বলছেন, কিংবদন্তি ক্রিকেটার ডব্লিউ জি গ্রেস আউট হলে নাকি আম্পায়াররা আউট না দিয়ে হ্যাট খুলে সম্ভাষণ জানাতেন! গ্যাফানি হয়তো এরকম কিছুই করতে চেয়েছিলেন।