পূজারা-সাহাতে ভারতের দিন
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৪৫১ ও ২৩/২ ( ওয়ার্নার ১৪, জাদেজা ২/ ৬)
ভারত ৬০৩/৯ ডিক্লে ( পূজারা ২০২, সাহা ১১৭, কামিন্স ৪/১০৬)
সেই পরশু বিকেলে ব্যাটিংয়ে নেমেছিলেন। এরপর যেন আউট হওয়ার নামই নিচ্ছিলেন না! অসীম ধৈর্যের পরিচয় দিয়ে অবশেষে আজ বিকেলে সাজঘরে ফিরেছেন চেতেশ্বর পূজারা। তবে ফেরার আগে রানের পাহাড়ে পিষ্ট করেছেন অস্ট্রেলিয়াকে। তাঁর ডাবল সেঞ্চুরি ও ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে চতুর্থ দিনশেষে অজিদের বিপক্ষে ১৫২ রানের লিড নিয়ে ভালো অবস্থানে আছে ভারত।
পেস কিংবা স্পিন, কিছুতেই কিছু হচ্ছিল না। কামিন্স, ও’কিফ, লায়নদের হতাশায় ডুবিয়েছেন পূজারা-সাহা। তাঁদের ১৯৯ রানের অনবদ্য এক জুটির কল্যাণে চতুর্থ দিনের প্রথম দুই সেশনে উইকেটের মুখ দেখেনি স্মিথের দল। ৫২৫ বল খেলা পূজারা আজ ভেঙেছেন রাহুল দ্রাবিড়ের ১৩ বছর পুরনো রেকর্ড। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৯৫ বল খেলা দ্রাবিড়ই ইনিংসটি এতদিন পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের মাঝে দীর্ঘতম ইনিংস ছিল। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া পূজারার অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ভারতের ব্যাটসম্যানদের মাঝে এই কীর্তি আছে শুধু শচীন ও লক্ষণের।
ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা পূজারারা দারুণ সঙ্গ দিয়েছেন সাহা। ২৩৩ বল খেলে তিনিও তুলে নেন নিজের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
দিনের তখন ৮ ওভার বাকি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাদেজার দারুণ এক স্পেলে দুই উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।