• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    অশ্বিনকে টপকে শীর্ষে জাদেজা

    অশ্বিনকে টপকে শীর্ষে জাদেজা    

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত রাচি টেস্টে বল হাতে সাফল্যের স্বীকৃতিটা নগদেই পেলেন রবীন্দ্র জাদেজা। স্বদেশী অশ্বিনকে পিছনে ফেলে বাঁহাতি এই স্পিনার উঠে গেছেন টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে। রাচি টেস্টে রেকর্ডভাঙা ব্যাটিংয়ের ফল পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। বিরাট কোহলিকে ছাড়িয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে পূজারা এখন ২ নম্বরে।

     

    বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ৯ উইকেট একাই নিয়েছেন জাদেজা। প্রথম ইনিংসে ১২৪ রানে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৫৪ রানে। বিশেষ করে প্রথম ইনিংসে নিষ্প্রাণ উইকেটেও নিজের কার্যকারিতা প্রতিনিয়তই নতুন করে প্রমাণ করছেন। অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেও পেয়েছেন ‘দলের বাকি বোলারদের চেয়ে আলাদা’ তকমা।


    ওদিকে ভারতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে রেকর্ড ৫২৫ বলে ২০২ রানের ইনিংস খেলে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা। একই টেস্টে প্রথম ইনিংসে ১৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।