'কোহলি ক্রীড়াঙ্গনের ট্রাম্প নন'
বেঙ্গালুরু টেস্টে স্মিথ-কোহলি দ্বন্দ্ব নিয়ে কাদা ছোঁড়াছুড়ি কম হয়নি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোও ভারতের অধিনায়ককে ছেড়ে কথা বলেনি। অস্ট্রেলিয়ার এক পত্রিকার কলামে কোহলিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করায় আবারো দুই পক্ষেই কথার লড়াই শুরু হয়েছে। এই অবস্থায় সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, কোহলিকে নিয়ে এরকম মন্তব্য করা একেবারেই উচিত হয়নি।
"স্মিথের আগেও রিভিউয়ের সময় ড্রেসিংরুমের সাহায্য নিয়েছেন", কোহলির এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডসহ সাবেক অজি ক্রিকেটাররা। গতকাল অস্ট্রেলিয়ান পত্রিকা ‘দা ডেইলি টেলিগ্রাফের’ এক কলামে বলা হয়, কোহলি বিশ্ব ক্রীড়াঙ্গনের ট্রাম্প, “ভারতের অধিনায়ক শুধু নিজের মতামতকেই সঠিক ভাবেন। আইসিসি কিংবা বিসিসিআই কেউ কিছু বলে না এসব ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্পের মতো সেও কিছু হওয়ার আগেই মিডিয়াকে দোষ দেয়।”
এদিকে নিজ দেশের সংবাদমাধ্যমের এরকম খবরে যারপরনাই চটেছেন ক্লার্ক, “কোহলিকে ট্রাম্পের সাথে তুলনা করাটা খুবই বাজে ব্যাপার। কোহলি সেদিন যা করেছিল, স্মিথও একই কাজই করত! আমি এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ কোহলিকে পছন্দ করি। শুধু কয়েকজন সাংবাদিকই তাঁর পেছেন লেগে থাকে।”
কোহলি এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলেই ধারণা ক্লার্কের, “ কোহলি খুব শক্ত ধাঁচের মানুষ। সে এসব নিয়ে খুব একটা ভাবছে না। সেরা ক্রিকেটাররা এরকমই হয়। এভাবেই চ্যাম্পিয়নরা খেলে! আর এসব ব্যাপারে অস্ট্রেলিয়া দলেরও কোনো সমস্যা নেই আশা করি। মিডিয়াই অতিরিক্ত করছে কোহলিকে নিয়ে। “