• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'কোহলির সততা নিয়ে আপোষ করা হচ্ছে'

    'কোহলির সততা নিয়ে আপোষ করা হচ্ছে'    

    বিরাট কোহলিকে নিয়ে একের পর এক বিরূপ মন্তব্য করেই চলেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। কোহলি কেবল নিজের মতামতকেই সঠিক ভাবেন- এমন অভিযোগ তুলে তাঁকে 'ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প' বলেও খোঁচা দেয়া হয়েছে। সে দলে যোগ দিয়ে ভারতীয় অধিনায়ককে টিপ্পনী কেটেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও। এ নিয়ে অস্ট্রেলীয়দের আচরণ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান অনুরাগ ঠাকুর। দলনেতাকে এভাবে উপর্যুপরি ‘অপমান’-এর পরও ভারতীয় বোর্ডের মুখে কুলূপ এঁটে বসে থাকার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না তিনি।

     

    ব্যক্তিগত টুইটার একাউন্টে মি. ঠাকুর প্রথমে অস্ট্রেলীয়দের আচরণের সমালোচনা করেন, “বিরাট কোহলির মতো একজন কিংবদন্তী ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও ক্রিকেট কর্মকর্তারা লজ্জাজনক আচরণ করছে।”

     

    ব্যাঙ্গালুরু টেস্টে ডিআরএস বিতর্কে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে প্রথমে আইসিসির কাছে অভিযোগ দাখিল করেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ‘শান্তিপূর্ণ’ সমঝোতার পরে সেটা প্রত্যাহার করে নেয় বিসিসিআই। এমন সমঝোতার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট, “কী ধরণের সমঝোতা এটা? এর মাধ্যমে বিসিসিআই বিরাট কোহলির সততার প্রশ্নেই আপোষ করে ফেলল। যেখানে তাঁদের উচিত ছিল নিজেদের খেলোয়াড়দের পাশে দাঁড়ানো।”

     

    বিসিসিআই ভুল করেছে মন্তব্য করে মি. ঠাকুর পুরো বিষয়টিকে ক্রিকেটে অস্ট্রেলীয়দের ঔদ্ধত্যের পরিচায়ক বলে অভিহিত করেছেন।