• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'শান্তির ঘুমের' খোঁজে দালাই লামার সান্নিধ্যে স্মিথ!

    'শান্তির ঘুমের' খোঁজে দালাই লামার সান্নিধ্যে স্মিথ!    

    এই সিরিজে মাঠের লড়াইয়ের পাশাপাশি তর্কের লড়াইটাও সমানতালে হয়েছে। ২২ গজের বাইরেও অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথের ওপর ঝড় ঝাপটাও কম যায়নি। হয়তো এই কারণে ঘুমটা ভালোমতো হচ্ছে না। সিরিজ নির্ধারণী টেস্টের আগে তাই ধর্মশালায় একটি আশ্রমে দালাই লামার কাছে ‘’শান্তির ঘুমের’ উপায় খুঁজতে গিয়েছিলেন স্মিথ!

     

    রিভিউ বিতর্কের পর তাঁকে নিয়ে অনেক কথা হয়েছে। কথার লড়াই পেছনে ফেলে মাঠের লড়াইয়ের দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন দুদিন আগেই। চতুর্থ টেস্ট শুরুর আগে দালাই লামার ‘আশীর্বাদ’ নিতে গিয়েছিলেন স্মিথ, “আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে রাতের ঘুমটা ভালো হবে। তিনি  আমাকে কিছু উপায় বাতলে দিয়েছেন, আশীর্বাদও করেছেন। আমরা তাঁর নাকের সাথে নাক লাগিয়েছিলাম মজা করে! আশা করি আগামী ৫ দিন ভালো ঘুম হবে!”

     


    স্মিথ একা নন, দালাই লামার সাথে দেখা করতে গিয়েছিল পুরো অস্ট্রেলিয়া দল। ব্যস্ত ক্রিকেটসূচির মাঝে দালাই লামার সান্নিধ্যে এসে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ‘মানসিক শান্তি’ পেয়েছেন বলেই স্মিথের ধারণা, “তাঁর সাথে দেখা করে ভালো লেগেছে। দারুণ একজন মানুষ তিনি। এই অভিজ্ঞতা দলের কাজে লাগবে। খেলার সময় মাঝে মধ্যেই আমরা বেশি চাপ নিয়ে ফেলি। আমাদের মনে রাখতে হবে দিনশেষে এটা একটা খেলাই।”