• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    প্রতিপক্ষ ভারত মানেই স্মিথের রেকর্ড

    প্রতিপক্ষ ভারত মানেই স্মিথের রেকর্ড    

    ঘুমটা হয়তো মনমতো হচ্ছিল না। ‘শান্তির ঘুমের’ উপায় খুঁজতে ম্যাচের আগে দেখা করতে গিয়েছিলেন দালাই লামার সাথে। দালাই লামার ‘আশীর্বাদ’ নিয়ে মাঠে নামা স্টিভ স্মিথ আজ ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়েছেন। ধর্মশালা টেস্টের প্রথম দিনেই তুলে নিয়েছেন এই সিরিজের তৃতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি পাওয়ার পাশাপাশি বেশ কিছু রেকর্ডের ভাগিদারও হয়েছেন অজি অধিনায়ক।

     

     ২০১২-১৩ মৌসুমে ভারত সফরের সময় সিরিজে তিনটি সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। আজ দ্বিতীয় সফরকারী দলের অধিনায়ক হিসেবে এই কীর্তি করলেন স্মিথ। অধিনায়ক ছাড়া ভারতের মাটিতে তিনটি সেঞ্চুরি করেছেন এভারটন উইকস, গ্যারি সোবার্স, কেন ব্যারিংটন, হাশিম আমলা।

     

     

    ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে এই নিয়ে ১৩ ইনিংসে ৬ বার সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ। তাঁর ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, ২৯ ইনিংসে তাঁর সেঞ্চুরি ৭ টি। সব মিলিয়ে ১৯ ইনিংসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ৭ বার। তাঁর চেয়ে দ্রুততম সময়ে( ১২ ইনিংস)  এটা করেছেন এভারটন উইকস। স্মিথ পেছনে ফেলেছেন সোবার্স( ২৭ ইনিংস), জ্যাক ক্যালিস( ৩১), ভিভ রিচার্ডসকে(৩২)।  

     

    ম্যাচের প্রথম শেষে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। তাঁর চেয়ে কম সময়ে এটা করেছেন ২ জন অস্ট্রেলিয়ান। মাত্র ৫৫  ইনিংসেই ২০টি সেঞ্চুরি করেছিলেন ডন ব্র্যাডম্যান। ম্যাথু হেইডেন সময় নিয়েছেন ৯৫ ইনিংস। এদিকে সফরকারী দলের ব্যাটসম্যান হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের তালিকাতেও ষষ্ঠ অবস্থানে আছেন স্মিথ। ১৯৭৪ সালের ভারত স্ফরে ৬৩৬ রান করে সবার ওপরে আছেন ্ক্লাইভ লয়েড।