• নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
  • " />

     

    লাথামের ক্যাচেই বদলে গেল ম্যাচ

    লাথামের ক্যাচেই বদলে গেল ম্যাচ    

    সংক্ষিপ্ত স্কোর

    দক্ষিণ আফ্রিকা ৩১৪( ডি কক ৯০, হেনরি ৪/৯৩)

    নিউজিল্যান্ড ৬৭/০ ( লাথাম ৪২*)


     

    একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি।  কুইন্টন ডি কককে নিয়ে দলকে বিপর্যয় থেকে ধীরে ধীরে টেনে তোলাই ছিল লক্ষ্য। নিউজিল্যান্ডের কোনো বোলারই ডু প্লেসিকে আউটের উপায় খুঁজে পাচ্ছিলেন না। ঘটনাটা ঘটল তখনই। মিচেল স্যান্টনারের বলে টম লাথামের 'অতিমানবীয়' এক ক্যাচে  ফিরতে হয় প্রোটিয়া অধিনায়ককে।

    প্রথম দিনের মতো আজও পুরোটা দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। টেম্বা বাভুমা ফেরার পর ডু প্লেসি- ডি কক জুটি ভালোই ভোগাচ্ছিল উইলিয়ামসনকে। ৬২তম ওভারে প্রথমবারে মতো বল হাতে নেওয়া স্যান্টনার তৃতীয় বলেই তুলে নিয়েছেন ডু প্লেসির মহা মূল্যবান উইকেট।  ডু প্লেসি সুইপ করতে গিয়েছিলেন। তাঁর শট খেলার আগেই হয়তো শর্ট লেগে দাঁড়ানো লাথাম বুঝে ফেলেছিলেন বল কোনদিকে আসতে পারে! সেই হিসেবে খানিকটা সরে যান। এরপরেই ঝাঁপ দিয়ে ধরেন ক্যাচটি। এভাবে উইকেট পাবেন সেটা হয়তো স্যান্টনার নিজেও ভাবেননি! 

     

    ডু প্লেসি ফিরলেও দলকে টেনে নিয়েছেন ডি কক। শেষে দিকে রাবাদার ঝড়ো ইনিংসের কল্যাণে দলের রান ৩০০ পেরোয়। দুর্দান্ত সেই ক্যাচের পর ব্যাট হাতেও উজ্জ্বল লাথাম। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে তাঁর ব্যাটিং দৃঢ়তায় ৬৭ রান তুলে কোনো বিপদ ছাড়াই সময় পার করে দেয় কিউইরা।