উইলিয়ামসনের রেকর্ডের দিনে এগিয়ে নিউজিল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ৩১৪
নিউজিল্যান্ড ৩২১/৪ ( উইলিয়ামসন ১৪৮*, রাভাল ৮৮, ২/৭৪)
রিভিউ ভাগ্য নিজের পক্ষে না যাওয়ায় সময়টা খুব একটা ভালো কাটছিল না। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে এসে সব হতাশা ঝেড়ে ফেলে দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার রেকর্ড গড়ার দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানে এগিয়ে আছে কিউইরা।
গতকাল শেষ সেশনে লাথাম-রাভাল জুটি বড় স্কোরের আভাস দিচ্ছিল। আজ সকালে বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা পর খেলা শুরু হলে খুব বেশিক্ষণ লাগেনি জুটি ভাঙতে। মরকেলের বলে দারুণ এক ক্যাচে লাথামকে ফেরান ডি কক। লাথামকে সাজঘরে ফিরিয়ে নিজের ২৫০তম উইকেট তুলে নেন মরকেল। এরপর রাভালকে সাথে নিয়ে ১৯০ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নেন উইলিয়ামসন।
উইলিয়ামসনকে যেন কিছুতেই আউট করার উপায় খুঁজে পাচ্ছিলেন না ডু প্লেসি। প্রোটিয়াদের হতাশায় ডুবিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি, স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের হয়ে মার্টিন ক্রোর করা সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। আজ ক্রোর আরেকটি রেকর্ড ভেঙেছেন কিউই অধিনায়ক। টেস্টে দলের হয়ে দ্রুততম সময়ে পাঁচ হাজার রান করার রেকর্ডটা এখন তাঁর দখলেই। এই রান করতে সময় নিয়েছেন ১১০ ইনিংস। ক্রো পাঁচ হাজার রান করেছিলেন ১১৭ ইনিংসে।
উইলিয়ামসন সেঞ্চুরি পেলেও ১২ রানের জন্য সেঞ্চুরি পাননি রাভাল। ৮০র ঘরে গিয়ে স্নায়ুচাপে পড়ে গিয়েছিলেন। বারবার তার সাথে কথা বলছিলেন উইলিয়ামসন । তবে শেষ রক্ষা হয়নি, মরকেলের বলে ফিরতে হয় রাভালকে, এবারো ডি কক দারুণ এক ক্যাচ লুফে নিয়েছেন। রাভালের ফেরার পর খানিকটা খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। অল্প সময়ের ব্যবধানেই ব্রুম ও নিকলসকে ফিরিয়ে ডু প্লেসিকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন রাবাদা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় লিড এনে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন উইলিয়ামসন।