নাজমুল হাসানের কথাতেই ওয়ানডে দলে মিরাজ
টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে এসেছিলেন। কথা ছিল ইমারজিং টিমস এশিয়া কাপে অংশ নেবেন। তবে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক একদিন আগে আবারও দলের সাথে যোগ দিতে শ্রীলঙ্কা গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। গতকাল প্রথম ওয়ানডের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, তাঁর কথাতেই মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে!
মিরাজকে দলে নেওয়ার জন্য নির্বাচককে ফোন দিয়েছিলেন বলেই জানান নাজমুল হাসান, “আমি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকে ফোন দিয়ে বলেছিলাম মিরাজকে দলে নিতে। মিরাজ তখন খুলনায় ছিল। মিনহাজুলকে বলেছিলাম, মিরাজের অবশ্যই শ্রীলংকায় ফিরে যাওয়া উচিত। কারণ তাঁদের দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছে।”
প্রথম ওয়ানডেতে মিরাজের খেলার ব্যাপারে সিদ্ধান্তটাও শেষ মুহূর্তেই হয়েছে বলে জানান বিসিবি সভাপতি, 'টেস্টে মিরাজ ভালো বোলিং করেছে। এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ম্যাচের সকাল পর্যন্ত সিদ্ধান্ত হয়নি মিরাজ এবং সানজামুলের ভেতর কে একাদশে থাকবে। খেলা শুরুর আগেই এটা চূড়ান্ত হয়েছে। গতকাল মাঠে নেমে ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন মিরাজ।