• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    লায়নের দিনেও অস্ট্রেলিয়ার ক্যাচ 'মিস'-এর অস্বস্তি

    লায়নের দিনেও অস্ট্রেলিয়ার ক্যাচ 'মিস'-এর অস্বস্তি    

    দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

    অস্ট্রেলিয়া ৩০০

    ভারত ৯১ ওভারে ২৪৮/৬ ( রাহুল ৬০, পূজারা ৫৭, লায়ন ৪/৬৭)

     


     

    প্রথম ইনিংসের পুঁজিটা খুব একটা বেশি না। ভারতকে দ্রুত অলআউট করে দ্বিতীয়বার ব্যাট করতে নামাই ছিল স্মিথের লক্ষ্য। তবে ভারতের বেশ কয়েকটি জুটি সেই লক্ষ্যকে পূরণ হতে দেয়নি। নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ের পরেও ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনশেষে খুব একটা স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ৪ উইকেট হাতে রেখে অজিদের চেয়ে ৫২ রানে পিছিয়ে আছে ভারত।

     

    মুরালি বিজয় বেশিক্ষণ টিকতে না পারলেও প্রথম সেশনে অস্ট্রেলিয়ার মাথাব্যাথার কারণ হয়ে ছিলেন লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারা। ব্যক্তিগত ১০ রানের মাথায় কামিন্সের বলে রেনশ ক্যাচ ফেললে জীবন পান  রাহুল। এরপর পুজারাকে সাথে নিয়ে করেছেন ৮৭ রানে দারুণ এক জুটি। শেষ পর্যন্ত সেই কামিন্সের বলেই ফেরেন রাহুল, কাভারে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে।


    রাহুল ফিরলেও পূজারা- রাহানে জুটি আবারো অজিদের হতাশায় ফেলে। গত ম্যাচের মতো এবারও বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন পূজারা, তখনই দৃশ্যপটে আগমন লায়নের। আহামরি কোনো স্পিন না হলেও তাঁর বল খুব একটা স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে পারছিলেন না ভারতীয়রা। শর্ট লেগে হ্যান্ডসকম্ব দারুণ এক ক্যাচ ধরলে ফেরেন পূজারা। এরপর নাইরকেও ফেরান লায়ন।

     



     

    রাহানে-অশ্বিন জুটি এরপর চেষ্টা করেন হাল ধরার। দুজনেই বেশ মারমুখী ব্যাটিংই করছিলেন। ফলে রানের গতিও দিনের অন্য যেকোনো সময়ের চেয়ে ছিল বেশি। আবারও অজিদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন লায়ন। ৫ রানের ব্যবধানে দুজনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান আবারও।

     

    দিনের শেষটা আরও ভালো হতে পারতো স্মিথদের জন্য। তবে কামিন্সের বলে রেনশ স্লিপে সাহার সহজ ক্যাচ ফেলায় সেটা হয়নি। অন্যদিকে ক্রিজে নেমেই অল্প সময়ের ব্যবধানে দুটি ছয় মেরে দলের ওপর চাপ কিছুটা হলেও কমিয়েছেন জাদেজা।

     

    সব মিলিয়ে ধর্মশালা টেস্টের আরেকটা রোমাঞ্চকর দিন দেখেছে। তৃতীয় দিনে যে টেস্ট বসতে পারে আরও রোমাঞ্চের পশরা সাজিয়ে!