• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    আইপিএলের কারণেই ধর্মশালা টেস্টে নেই কোহলি?

    আইপিএলের কারণেই ধর্মশালা টেস্টে নেই কোহলি?    

    তৃতীয় টেস্টে পাওয়া কাঁধের চোটের কারণে ধর্মশালা টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত বিশ্রামেই থেকেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ বলছেন, আইপিএলে নিজেকে শতভাগ ফিট রাখার জন্যই নাকি এই টেস্টে খেলেননি কোহলি!

     

    এবারের আইপিএলে গুজরাট লায়নের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হজ। আইপিএলের শুরুর ম্যাচগুলোতে যদি কোহলি মাঠে নামেন তাহলে খানিকটা অবাকই হবেন হজ, “সবাই ভাবছে সে কঠিন আঘাত পেয়েছে। গুজরাটের কোচ হিসেবে আমি মনে করি সে রয়্যাল চালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে শুরুর দিকের ম্যাচগুলোতে অংশ নেবে না! কারণ ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ মিস করে যদি আপনি আইপিএল খেলেন, ব্যাপারটা ভালো দেখায় না।”

     

     

    হজের মতে, ক্রিকেটাররা টাকার কারণেই এরকম কাজ করেন, “দলের কঠিন সময়ে অধিনায়ক সামনে থেকে লড়াই করবে এটাই সবাই চায়। আসলে এরকম ঘটনা এটাই প্রথম না। কোহলি ছাড়াও আরও অনেকেই আইপিএল শুরুর আগে এরকম করেছে। আমরা সবাই জানি কোহলি কত বড় অংকের টাকা দেওয়া হচ্ছে।”


    শুধু হজ নন, কোহলির ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক অস্ট্রেলিয়ান ব্র্যাড হ্যাডিনও, “যদি কোহলি চোটই পেয়ে থাকে তাহলে মাঠে পানি নিয়ে যাওয়ার মানে কী? চোট পেয়ে ড্রেসিংরুমে বসে কাঁধে বরফ লাগানো উচিত, মাঠে দৌড়ে আসা না!”