• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বিস্ফোরণের পরেও মনোবল হারাননি ডর্টমুন্ডের ফুটবলাররা

    বিস্ফোরণের পরেও মনোবল হারাননি ডর্টমুন্ডের ফুটবলাররা    

    ম্যাচের মাত্র দেড় ঘন্টা আগের কথা। মোনাকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে খেলতে হোটেল ছেড়ে হলুদ-কালো বাসে করে মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে ডর্টমুন্ড দল। বাসটি যখন স্টেডিয়াম থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, তখনই বিকট এক বিষ্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। পরপর তিনটি বিষ্ফোরণে ভেঙ্গে যায় বাসের কয়েকটি কাঁচ, ভাঙ্গা কাঁচের আঘাতে আহত ডিফেন্ডার মার্ক বার্ত্রাকে নেওয়া হয় হাসপাতালে। তবে এতকিছুর পরেও আজকের ম্যাচে পূর্ণ মনোবল নিয়েই মাঠে নামবে বলেই জানিয়েছেন ডর্টমুন্ডের ফুটবলাররা। 

    যদিও এমন এক ঘটনার পর স্বাভাবিকভাবেই কিছুটা হতবিহ্বল ডর্টমুন্ডের খেলোয়াড়েরা। কিন্তু ক্লাবটির চিফ এক্সিকিউটিভ হ্যান্স-জোয়াকিম ওয়াটজকে বলেছেন, ম্যাচের জন্য তাঁরা মানসিকভাবে তৈরি, “সত্যি বলতে ঘটনার আকস্মিকতায় আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের ছেলেরা এখন শান্তই আছে। তারা ম্যাচটির জন্য মানসিকভাবে প্রস্তুত”। ক্লাবের হর্তাকর্তাদের সাথেই গলা মিলাচ্ছেন অধিনায়ক মার্সেল শ্মেলজার, “মার্কের  জন্য আমরা সবাই প্রার্থনা করছি। আশা করি সে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুতই আমাদের মাঝে ফিরবে। আশা করি ওর জন্য আমরা ম্যাচটা জিততে পারবো।”

     

     

    আহত বার্ত্রার ঠিক পাশেই বসেছিলেন গোলকিপার রোমান বুর্কি। ভয়াল সেই দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি, “বিষ্ফোরণের শব্দ শুনে আমরা সবাই বাসের মেঝেতে শুয়ে পড়ি। ঐ ঘটনার পর আর কেউ ম্যাচের কথা চিন্তাই করছিল না। তবে এখন আমরা প্রস্তুত।”

    এই ঘটনার সম্পর্কে ডর্টমুন্ড পুলিশ বলেছে, “ঘটনাটি পরিকল্পিতই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে আমরা একটি উড়ো চিঠিও পেয়েছি যেখানে চিঠির লেখকরা ঘটনার দায়ভার গ্রহণ করেছেন। আমরা আরো খতিয়ে দেখছি”। আজকের ম্যাচের আগে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন ডর্টমুন্ড পুলিশ।